আজ মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে রফিক উদ্দিন আহমেদ ভূঁইয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত ফেডারেশন কাপ ফাইনাল ম্যাচটি রোমাঞ্চকর সূচনা করলেও শেষ পর্যন্ত আবহাওয়ার মারপ্যাঁচে থমকে যায়। আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংসের মধ্যকার প্রতিযোগিতামূলক এই ম্যাচ দ্বিতীয়ার্ধে গিয়ে স্থগিত হয়ে পড়ে প্রবল কালবৈশাখী ঝড়ের কারণে।
খেলার প্রথমার্ধ ছিল উত্তেজনায় ঠাসা। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত ছিল এবং প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই গোল করে সমতায় ফেরে দুই দল-স্কোরলাইন দাঁড়ায় ১-১।
তবে বিরতির পর দ্বিতীয়ার্ধ শুরুর ঠিক দুই মিনিটের মাথায় ঘটল নাটকীয়তা। হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড় এবং বজ্রপাতের আশঙ্কায় ম্যাচ রেফারি সায়মন হাসান সানি খেলা স্থগিত ঘোষণা করেন।
ময়মনসিংহে ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মাঠের ডাগআউটের টেন্ট উড়ে যায় দিকবিদিক। সাংবাদিকদের জন্য স্টেডিয়ামের ছাদে স্থাপিত অস্থায়ী প্রেসবক্সের তাবুও বাতাসে উড়ে পড়ে। মাঠে কোনো গ্যালারি শেড না থাকায় বিপাকে পড়েন দর্শকরা-তাদের অনেকেই নিরাপত্তার খোঁজে মাঠে নেমে আসেন।