কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালের প্রথম লেগে রেকর্ডসংখ্যক দর্শকের সামনে ভ্যাঙ্কুভারের কাছে ২–০ গোলে হেরে গেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্রতিপক্ষের মাঠে খেলতে নামলেও তারকা ভরা মায়ামি একেবারেই নিষ্প্রভ ছিল ম্যাচজুড়ে। আর তাতেই ফাইনালের পথ হয়ে গেছে কঠিন।
ব্রায়ান হোয়াইট ও সেবাস্তিয়ান বেরহাল্টারের গোলেই ভ্যাঙ্কুভার পেয়েছে দারুণ এক জয়। ম্যাচের ২৪ মিনিটে হোয়াইট এবং ৮৫ মিনিটে বেরহাল্টার জালের ঠিকানা খুঁজে নেন। অন্যদিকে, সুযোগ পেয়েও বারবার ব্যর্থ হয়েছেন মেসি। সের্হিও বুসকেতস ও লুইস সুয়ারেজও এদিন ছিলেন ফ্ল্যাট।
ম্যাচের শুরুতেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন আর্জেন্টাইন মহাতারকা। ১২, ১৯ ও ২২ মিনিটে গোলের কাছে গিয়েও ব্যর্থ হয়েছেন তিনি। ফ্রি-কিকেও দেখা যায়নি তাঁর জাদু। ভ্যাঙ্কুভারের রক্ষণভাগ ছিল সুনির্দিষ্ট পরিকল্পনায় দুর্ভেদ্য, যা বারবার আটকে দিয়েছে মায়ামির আক্রমণ।
বিরতির পর মেসি নেতৃত্বে গোল শোধের মরিয়া চেষ্টা চালালেও সফল হতে পারেননি। সুয়ারেজও পেয়েছিলেন কিছু সুযোগ, কিন্তু রূপান্তর করতে ব্যর্থ হন। আর ম্যাচের শেষদিকে বেরহাল্টারের গোল মায়ামিকে ফেলে দেয় এক প্রকার হতাশায়।
আগামী ১ মে নিজেদের ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ফিরতি লেগে মুখোমুখি হবে দুই দল। কোয়ার্টার ফাইনালেও প্রথম লেগে হারার পর ঘুরে দাঁড়িয়েছিল মায়ামি। তবে এবার ২ গোলের ব্যবধান ঘোচানো সহজ হবে না হাভিয়ের মাচেরানোর দলের জন্য। মেসি-সুয়ারেজদের জ্বলে উঠতেই হবে ঘুরে দাঁড়ানোর আশায়।