কিউবা মিচেল বাংলাদেশি পাসপোর্ট পেলেন

বাংলাদেশ ফুটবলে সম্ভাবনার নতুন নাম কিউবা মিচেল। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ মিডফিল্ডার অবশেষে পেয়ে গেছেন বাংলাদেশি পাসপোর্ট। এর ফলে জাতীয় দলে খেলার পথে আরও এক ধাপ এগোলেন তিনি। তবে আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে তার খেলা এখনো অনিশ্চিত।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছেন, আজ কিউবা মিচেলের বাংলাদেশি পাসপোর্টের সফট কপি হাতে এসেছে, আর আগামীকাল হার্ড কপিও চলে আসবে। এখন চলছে তার ফিফা ছাড়পত্র পাওয়ার প্রক্রিয়া। এর জন্য ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এবং কিউবার সাবেক ক্লাব সান্ডারল্যান্ড থেকে ছাড়পত্র নিতে হবে। এরপরই ফিফার কাছে আবেদন করা যাবে।

সিঙ্গাপুর ম্যাচে কিউবা মিচেলকে খেলাতে হলে বাফুফেকে ৩ জুনের মধ্যেই এএফসি পোর্টালে তার নাম নিবন্ধন করতে হবে। তাই সময়সীমার কারণে তার অন্তর্ভুক্তি এখনও অনিশ্চিত। 

এদিকে জাতীয় দল ইতোমধ্যে অনুশীলন শুরু করেছে। দীর্ঘদিন পর তারা বাফুফে ভবনের পাশে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করছে। বৃষ্টির কারণে কিছুটা ব্যাঘাত ঘটলেও আজ পূর্ণ অনুশীলন হয়েছে। ইংল্যান্ড প্রবাসী আরেক ফুটবলার হামজা চৌধুরি আগামীকাল ঢাকায় এসে দলের সঙ্গে যোগ দেবেন বলে জানা গেছে। সামিত সোম কানাডা থেকে দেশে ফিরবেন ৪ জুন।