পাকিস্তানের বিপক্ষে সিরিজ হার নিশ্চিত হয়ে গেছে আগেই। আজ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ, লক্ষ্য এখন একটাই-হোয়াইটওয়াশ এড়ানো।
আগের ম্যাচে ইনজুরিতে ছিটকে যাওয়া শরীফুল ইসলামের জায়গায় সিরিজের শেষ ম্যাচে অভিষেক হচ্ছে খালেদ আহমেদের। জাতীয় দলের হয়ে এটি তার প্রথম আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচ। অভিষেক ক্যাপ তুলে দেন দলের লজিস্টিকস ম্যানেজার নাফিস ইকবাল। ৩২ বছর বয়সী এই ডানহাতি পেসার বাংলাদেশের হয়ে ৯২তম ক্রিকেটার হিসেবে টি–টোয়েন্টিতে নাম লেখান।
বাংলাদেশ একাদশে এটিই একমাত্র পরিবর্তন। তিন পেসার, দুই স্পিনার সমন্বয়ে আগের ফর্মুলা নিয়েই মাঠে নামছে লাল-সবুজের দল।
পূর্ণাঙ্গ দায়িত্ব নেওয়ার পর থেকে টানা ছয় ম্যাচে টস হারলেন লিটন কুমার দাস। আজও ভাগ্য পাশে না থাকায় আগে ব্যাটিং করতে হচ্ছে বাংলাদেশকে। অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছেন, এবার রান তাড়ার পরীক্ষাটাও নিতে চান তারা।
প্রথম ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-তিন বিভাগেই ব্যর্থতার কথা স্বীকার করেছিলেন লিটন। দ্বিতীয় ম্যাচে পারফরম্যান্স আরও হতাশাজনক হয়। এখন শেষ ম্যাচে সম্মান রক্ষার চেষ্টা। পাকিস্তানের সামনে রয়েছে আরেকটি সম্ভাবনা-প্রায় সাড়ে তিন বছর পর প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ। সবশেষ ২০২১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে হারিয়েছিল তারা। এরপর ১১ সিরিজে এই কীর্তি আর গড়া হয়নি।
বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান, পারভেজ হোসেন, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
