হামজা চৌধুরী ও ফাহামিদুল হক আগেই এসেছেন। অপেক্ষা ছিল শামিত সোমের জন্য। সেই অপেক্ষার অবসান হলো বুধবার সকালে। এদিন কানাডা থেকে ঢাকায় এসে পৌছেছেন ফুটবলার শামিত সোম। কানাডায় জন্মগ্রহনকারি বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার এখন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়। সবকিছু ঠিক থাকলে ১০ সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচেই হচ্ছে তার অভিষেক।
ঢাকায় জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিরুদ্ধে সেই ম্যাচে নামার আগে আজ রাতে বাংলাদেশ প্রীতি ম্যাচে লড়বে ভূটানের বিরুদ্ধে। । সন্ধ্যা ৭টায় হবে সেই ম্যাচ। এই ম্যাচে হামজা এবং ফাহামিদুল খেলবেন কিন্তু লম্বা ভ্রমণ শেষে ঢাকায় আসা শামিত সোম এই ম্যাচ দর্শক হয়েই উপভোগ করবেন বলে ধারণা করা হচ্ছে। বুধবার সকালে ঢাকায় এসে রাতে ম্যাচ খেলার মধ্যে কাউকে নামিয়ে দেওয়ার ঝুঁকি নিশ্চয়ই ফুটবল কোচ নেবেন না। তবে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে পরদিন থেকে অনুশীলনে যোগ দেবেন ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার।
গত ৬ মে বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার অনুমোদন পান শামিত। কানাডা জাতীয় দলের জার্সিতে দুটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তার। ক্লাব ফুটবলে তার ঠিকানা কানাডিয়ান প্রিমিয়ার লিগের দল ক্যাভালরি এফসি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় শামিত বলেন, ‘এখানে আসতে পেরে আমি উচ্ছ্বসিত। সতীর্থদের সঙ্গে দেখা করতে আমার তর সইছে না। মাঠে যেতে এবং অনুশীলন করতে মুখিয়ে আছি।’