বাংলাদেশ ফুটবল দল সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের নিজেদের প্রথম হোম ম্যাচে জয় না পেলেও, জয় করে নিয়েছে লাখো মানুষের হৃদয়—বিশেষ করে দেশের ক্রিকেটারদের।
মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-১ গোলে হেরেছে লাল-সবুজ বাহিনী। তবে ম্যাচ শেষে আলোচনা ঘুরপাক খাচ্ছে ফল নয়, বরং রাকিব-হামজা চৌধুরীদের লড়াইয়ের মানসিকতা আর সাহসী পারফরম্যান্স ঘিরে। আর সেই প্রশংসার মিছিলে সবচেয়ে জোরালো কণ্ঠ ছিল দেশের শীর্ষ ক্রিকেটারদের।
পেসার তাসকিন আহমেদ ম্যাচ শেষে নিজের অফিসিয়াল ফেসবুকে লেখেন, 'মাথা উঁচু রাখো তোমরা। দারুণ খেলেছ।' সংক্ষিপ্ত বার্তাতেই ফুটে উঠেছে তার গর্ব আর ভালোবাসা।
আরেক পেসার রুবেল হোসেন একটু বেশি খোলামেলা। তিনি স্পষ্ট করেই লেখেন, 'একটা ফিনিশারের অভাব, নিশ্চিত পেনাল্টি, আক্ষেপ, আক্ষেপ আর আক্ষেপ। তবু এমন উন্মাদনা স্বপ্ন দেখায়। ধীরে ধীরে সব হবে। একদিন হবেই আমাদের। ভালো খেলেছ বাংলাদেশ।'
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, 'এমন ফল আমরা আশা করিনি। তবে যে সাহস তারা দেখিয়েছে, আরও অনেককে অনুপ্রাণিত করবে। বাংলাদেশের এমন মনোবল ভবিষ্যতে আরও উজ্জ্বল পারফরম্যান্স করতে সাহায্য করবে।'
বাংলাদেশ ফুটবল দল এই ম্যাচে কেবল মাঠে নয়, মনের জায়গায়ও লড়েছে। সামিত সোমের অভিষেক, হামজার দুর্দান্ত পারফরম্যান্স আর গোটা দলের সম্মিলিত প্রয়াস যেন নতুন এক অধ্যায়ের সূচনা করেছে।
এমনকি গ্যালারিতেও ছিল ভিন্ন আবহ। ছিলেন তামিম ইকবাল, হাবিবুল বাশারসহ অনেক বর্তমান-সাবেক ক্রিকেটার। এটা কেবল এক ম্যাচ নয়—এটা ছিল এক নতুন পথচলার জানান।