দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এবার এশিয়ার বাছাইয়ে দারুণ সূচনা করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল। ভিয়েনতিয়ানে স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ উইমেনস এশিয়ান কাপ বাছাইয়ে শুভসূচনা করেছে তারা।
আজ ম্যাচে জোড়া গোল করেন সাগরিকা, অপর গোলটি আসে মুনকি আক্তারের পা থেকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে মাঠে নামে লাল-সবুজের দল। একাধিক কর্নার ও সুযোগ সৃষ্টি করেও বারবার ব্যর্থ হচ্ছিলেন সাগরিকা, তৃষ্ণারা। কিন্তু শেষ পর্যন্ত ৩৬তম মিনিটে কর্নার থেকে সাগরিকার হেডে খুলে যায় গোলের খাতা। এতে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আক্রমণের ধার বজায় রাখে বাংলাদেশ। ৫৮ মিনিটে মুনকি আক্তার নিজের গতি ও কৌশলে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে জালে বল পাঠান। ২-০ ব্যবধানে এগিয়ে যায় দল। এরপর দুইবার পোস্টে বল লেগে গোল বঞ্চিত হয় বাংলাদেশ-একবার শিখার দূরপাল্লার শট এবং আরেকবার সাগরিকার হেড।
খেলার ৮৫ মিনিটে আন্না কেও ওনসির গোলে লাওস ব্যবধান কমালে ম্যাচে উত্তেজনা বাড়ে। গোলরক্ষক স্বর্ণা একটু এগিয়ে থাকায় সুযোগ কাজে লাগায় লাওস।
কিন্তু ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে দারুণ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সাগরিকা। এতে লাওসের প্রত্যাবর্তনের স্বপ্নভঙ্গ হয় এবং ৩-১ ব্যবধানে ম্যাচ শেষ হয়।
‘এইচ’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ তিমুর লেস্তের বিপক্ষে, যাদের বিপক্ষে প্রথম ম্যাচেই দক্ষিণ কোরিয়া জিতেছে ৯-০ গোলে!