লা লিগার দ্বিতীয় রাউন্ডে নাটকীয় উত্তেজনায় ভরা ম্যাচে লেভান্তেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে পুরো ম্যাচজুড়ে আধিপত্য করলেও প্রথমার্ধে চাপে পড়ে যায় হান্সি ফ্লিকের শিষ্যরা। তবে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তনে জয় নিশ্চিত করে চ্যাম্পিয়নরা।
আজ খেলার প্রথম ৪৫ মিনিটে দুই গোল হজম করে চাপে পড়ে বার্সেলোনা। ম্যাচের ১৫তম মিনিটে জেরেমির পাস থেকে গোল করেন ইভান রোমেরো। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হোসে লুইস মোরালেস। যদিও সেই পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন থেকে যায়, কারণ বক্সে বাল্দের হাত শরীরের খুব কাছেই ছিল।
প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেলেও গোলের দেখা পায়নি বার্সা। তরেসের শট ক্রসবারে লেগে ফেরত আসে, ইয়ামালের একটি দূরপাল্লার শট রুখে দেন লেভান্তে গোলরক্ষক।
তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কাতালানরা। ৪৯ মিনিটে ইয়ামালের পাস থেকে দূরপাল্লার এক ঝড়ো শটে গোল করেন পেদ্রি। এরপর তিন মিনিট না যেতেই ফেররান তরেস করেন সমতাসূচক গোল।
শেষ সময়ে একের পর এক আক্রমণ চালিয়েও কাঙ্ক্ষিত জয় নিশ্চিত হচ্ছিল না। অবশেষে যোগ করা সময়ের প্রথম মিনিটে ইয়ামালের বক্সে বাড়ানো ক্রস ক্লিয়ার করতে গিয়ে আত্মঘাতী গোল করেন লেভান্তে ডিফেন্ডার উনাই এলগেসাবাল।
৮৩ শতাংশ পজেশন ধরে রেখে ও ২৬টি শট নিয়ে আক্রমণাত্মক খেলার যথাযথ পুরস্কারই পেল বার্সেলোনা। দ্বিতীয় ম্যাচে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল তারা।