নেপালে হোটেলবন্দি বাংলাদেশ দল, ফ্লাইট মিসের শঙ্কা

নেপাল সফর শেষে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দেশে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। তবে কাঠমান্ডুতে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে এখনো হোটেলেই আটকে রয়েছেন জামাল ভূঁইয়ারা। ফলে নির্ধারিত ফ্লাইটে তাদের ঢাকায় ফেরা এখন অনিশ্চিত।

স্থানীয় সময় বিকেল ৩টায় দলের ফ্লাইট ছিল। নিয়ম অনুযায়ী, অন্তত দুই ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানো বাধ্যতামূলক। কিন্তু রাস্তায় বিক্ষোভ ও নিরাপত্তা ঝুঁকির কারণে হোটেল থেকে বের হওয়ার অনুমতি মেলেনি। দলীয় একজন কর্মকর্তা জানান, ‘রাস্তায় আন্দোলনের কারণে এখনো হোটেল ছাড়তে পারিনি। এমনকি বিমানবন্দরও আংশিক বন্ধ রয়েছে বলে খবর পাচ্ছি।’

এই পরিস্থিতিতে বাংলাদেশ দলের ব্যবস্থাপনা কমিটি হিমশিম খাচ্ছে। ঢাকায় বসে বাফুফে নেপাল ফেডারেশন ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। সকালেই ফ্লাইট নিশ্চিত করে দল হোটেল থেকে চেক আউট করেছিল। কিন্তু শেষ মুহূর্তের এই জটিলতায় লাগেজসহ খেলোয়াড়রা হোটেল লবিতেই অপেক্ষা করছেন।

এর আগে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচটিও বাতিল করা হয় বৈরী পরিবেশের কারণে। খেলা না থাকায় আজই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ দল। এ কারণে বুধবারের (১০ সেপ্টেম্বর) টিকিট রিশিডিউল করে মঙ্গলবারের ফ্লাইটে নেওয়া হয়। কিন্তু সেটিও অনিশ্চিত হয়ে পড়েছে। ফ্লাইট মিস হলে নতুন করে ৩৩টি টিকিট কাটতে হবে, যা আর্থিক ও লজিস্টিকভাবে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বাফুফের জন্য।

এখন সবচেয়ে বড় প্রশ্ন আজই কি দেশে ফিরতে পারবে বাংলাদেশ দল, নাকি অনিশ্চয়তার জালে আটকা পড়েই আরও একদিন থাকতে হবে হিমালয়ের দেশ নেপালে।