এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে লড়াই শেষে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আজ বুধবার দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণ করে দলটি। তবে দলের সঙ্গে ফেরেননি তিন প্রবাসী ফুটবলার-হামজা চৌধুরী, শমিত শোম ও ফাহামিদুল ইসলাম। হংকং থেকেই হামজা গেলেন ইংল্যান্ডে, শতি কানাডায়।
ঘরের মাঠে ৪-৩ গোলে হারার পর অ্যাওয়ে ম্যাচে দারুণ লড়াই করে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। তবে সেই ড্র-ই নিশ্চিত করেছে তাদের বিদায়। এশিয়ান কাপের বাছাইপর্বে আর এগোনো হলো না হাভিয়ের কাবরেরার দলের। হংকংয়ের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও গোলের অভাবে পুরো তিন পয়েন্ট পায়নি বাংলাদেশ।
আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। তবে সেই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না তরুণ মিডফিল্ডার ফাহামিদুল ইসলাম। হংকংয়ের বিপক্ষে এবং এর আগে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হলুদ কার্ড দেখায় বাছাইপর্বের নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।
বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেন দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। তিনি বলেন, ‘পরের ম্যাচটা ভারতের বিপক্ষে। এটা একটা ঐতিহাসিক দ্বৈরথ, এখানে গোল হজম করলে সমস্যা হয়। আগে দুইটা লিগ ম্যাচ খেলার পর চিন্তা করব কীভাবে ভারতের বিপক্ষে খেলব।’
হংকংয়ের বিপক্ষে বদলি হিসেবে নামলেও খেলায় গতি আনেন জামাল। নিজের ভাবনা জানাতে গিয়ে তিনি বলেন, ‘আমি ফাহামিদুলকে বলেছিলাম, আমরা যখন নামব তখন খেলায় পরিবর্তন আনতে হবে। কারণ, দল তখন ভালো খেলছিল না। ফাহামিদুল ইতিবাচক ছিল, আমিও তাই ছিলাম। তারা লাল কার্ড দেখেছে, আমরাও গোল পেয়েছি। দ্বিতীয় গোলটা আমরা প্রায় পেয়ে গিয়েছিলাম, কিন্তু হয়নি। দ্বিতীয়ার্ধে যারা নেমেছে, তারা ভালো করেছে।’
ড্রয়ের ফলাফলে হতাশ জামাল ভূঁইয়া জানান, ‘প্রথমার্ধে আমরা ভালো খেলিনি, কিন্তু দ্বিতীয়ার্ধে বদলির পর পরিবর্তন এসেছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা দ্বিতীয় গোলটা করতে পারিনি। এটা খারাপ লাগছে, তবে দ্বিতীয়ার্ধে সবাই মনোযোগী ছিল, ভালো খেলেছে।’
এশিয়ান কাপের আশা শেষ হলেও এখন ঘরোয়া ফুটবলে ফিরছেন জাতীয় দলের খেলোয়াড়রা। ১৯ ও ২০ অক্টোবর মাঠে গড়াবে বাংলাদেশ ফুটবল লিগের দ্বিতীয় রাউন্ড। জাতীয় দলের ফুটবলাররা এখন ক্লাব জার্সিতে নামবেন মাঠে, নতুন লক্ষ্য নিয়ে।