আকাশছোঁয়া স্টেডিয়ামে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা সৌদির

২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনের লক্ষ্যে সৌদি আরব এবার ইতিহাস গড়তে চলেছে। দেশটি বিশ্বের সবচেয়ে আধুনিক ও সাহসী ক্রীড়া স্থাপনা নির্মাণের ঘোষণা দিয়েছে, যা নির্মিত হবে উঁচু ভবনের ওপর।

‘স্কাই স্টেডিয়াম’ নামের এই অনন্য স্থাপনা নির্মাণ করা হবে সৌদি আরবের ভবিষ্যৎ স্মার্ট নগর নেওম (NEOM) এর কেন্দ্রবিন্দুতে। মরুভূমি ও পাহাড়ঘেরা এই মেগাসিটি বিশ্বের নজর কাড়বে তার ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর নকশা এবং টেকসই স্থাপত্যের জন্য।

স্টেডিয়ামটির উচ্চতা হবে ১১৫০ ফুট যা বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া স্থাপনার অন্যতম হতে পারে। এতে ৪৬ হাজার দর্শক বসার সুযোগ থাকবে। পুরো স্টেডিয়ামটি চলবে সৌর ও বায়ু শক্তির মাধ্যমে, অর্থাৎ এটি হবে সম্পূর্ণ পরিবেশবান্ধব একটি স্থাপনা।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, স্টেডিয়ামটির নির্মাণ কাজ শুরু হবে ২০২৭ সালে এবং ২০৩২ সালের মধ্যে শেষ হওয়ার কথা। তাদের ভাষায়, এটি সৌদি আরবের ক্রীড়া অবকাঠামোর নতুন যুগের সূচনা করবে।

প্রস্তাবিত নকশা অনুযায়ী, ‘স্কাই স্টেডিয়াম’ নেওম শহরের পাহাড়ি এলাকায় স্থাপন করা হবে এবং এটি নৌকা ও ট্রেন সংযোগের মাধ্যমে সহজে প্রবেশযোগ্য হবে। নেওম নগরটি হবে গাড়িহীন, এআই-চালিত এবং টেকসই নগরব্যবস্থাপনায় পরিচালিত।

এর পাশাপাশি, সৌদি আরবজুড়ে আরও ১৫টি নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেগুলোতেও আধুনিক স্থাপত্য ও পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।

বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে সৌদি আরব শুধু ফুটবল নয়, বরং নিজেদেরকে ভবিষ্যতের বৈশ্বিক ক্রীড়া ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়।

ফিফা ইতিমধ্যে ২০৩৪ সালের বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরবকে প্রাথমিকভাবে স্বীকৃতি দিয়েছে। এখন দেশটি সেই টুর্নামেন্টকে বিশ্বের সবচেয়ে উন্নত, টেকসই ও আকর্ষণীয় ক্রীড়া আয়োজন হিসেবে উপস্থাপন করতে প্রস্তুত হচ্ছে।