ইন্টার মিলানের স্প্যানিশ গোলরক্ষক জোসেফ মার্টিনেজের গাড়ির ধাক্কায় হুইলচেয়ারে থাকা ৮১ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে ইন্টার মিলানের প্রশিক্ষণ কেন্দ্রের কাছে, যেখানে জোসেপ মার্তিনেজ নিজেই গাড়ি চালাচ্ছিলেন।
ইতালির গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিহত বৃদ্ধ বৈদ্যুতিক হুইলচেয়ারে চলাচল করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি হঠাৎ অসুস্থ হয়ে সাইকেল লেন থেকে গাড়ির লেনে ঢুকে পড়েন, ঠিক তখনই মার্তিনেজের গাড়িটি সেখানে আসে।
দুর্ঘটনার পরপরই মার্তিনেজ ও অন্যান্য চালকরা থেমে বৃদ্ধকে সাহায্য করার চেষ্টা করেন। দ্রুত ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার পৌঁছায়, কিন্তু চিকিৎসকেরা বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।
জোসেপ মার্তিনেজ শারীরিকভাবে অক্ষত থাকলেও মারাত্মক মানসিক ধাক্কায় আছেন বলে জানা গেছে। ঘটনাটির পর ইন্টার মিলান ক্লাব সম্মান প্রদর্শনের অংশ হিসেবে কোচ ক্রিস্তিয়ান চিভুর সংবাদ সম্মেলন বাতিল করেছে।
