চীনই ছিল পদক লিডার। কিন্তু শেষদিনে এসে চমকে দিল যুক্তরাষ্ট্র। স্বর্ণপদকের লড়াইয়ে সমান হলেও মোট পদকের তালিকায় সবাইকে টেক্কা মেরে প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্র শীর্ষে। যথারীতি এবারো অলিম্পিকের সেরা দলের ট্যাগ গায়ে নিয়েই ফিরছে যুক্তরাষ্ট্র।
শেষদিনে চীন ৪০টি স্বর্ণপদক নিয়ে শীর্ষে ছিল। কিন্তু ঠিকই এদিনেই শেষের ইভেন্টে বাস্কেটবলে ফ্রান্সকে হারিয়ে যুক্তরাষ্ট্র স্বর্ণপদক জিতে চীনের সমান তালিকায় উঠে আসে। তবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ এই তিন পদকের সম্মিলিত সংখ্যায় যুক্তরাষ্ট্র টপকে যায় বাকি সবাইকে। সব মিলিয়ে প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের পদক সংখ্যা ১২৬টি। যেখানে ৪০টি স্বর্ণের সঙ্গে ৪৪ টি রৌপ্য এবং ৪২টি ব্রোঞ্জ রয়েছে। চীন ৪০টি স্বর্ণ জিতলেও মোটের হিসেবে যুক্তরাষ্ট্রের পেছনে পড়ে যায়। তারা জিতেছে সব মিলিয়ে ৯১টি পদক। ৪০ টি স্বর্ণের সঙ্গে ২৭টি রৌপ্য ও ২৪টি ব্রোঞ্জ। দল হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জনের এই তালিকার তৃতীয়স্থানে আছে জাপান। তাদের অর্জন সবমিলিয়ে ৪৫টি পদক। যেখানে স্বর্ণ ২০টি, ১২টি রৌপ্য ও ১৩টি ব্রোঞ্জ। স্বাগতিক ফ্রান্সের এবারের অলিম্পিকে উন্নতিটা লক্ষ্যনীয়। ১৬ স্বর্ণ, ২৬ রৌপ্য ও ২২টি ব্রোঞ্জ নিয়ে প্যারিস অলিম্পিকের পঞ্চম সেরা দল হলো ফ্রান্স। চার নম্বর পজিশনটা অস্ট্রেলিয়ার দখলে।
প্যারিস অলিম্পিকে দু’শতাধিক দেশের মধ্যে বাংলাদেশও অংশ নিয়েছিল। কিন্তু এবারো যথারীতি বাংলাদেশ অলিম্পিকের শুধু অংশগ্রহণকারী দল হয়েই রইলো। সবমিলিয়ে চার ইভেন্টের মধ্যে বাংলাদেশের পাঁচ প্রতিযোগি অংশ নিয়েছিলেন। আর্চারি, সাঁতার, অ্যাথলেটিক্স ও শুটিং। তবে এই পাঁচ প্রতিযোগির সবাই হিটেই বাদ পড়ে যান।
শুরুতে সঙ্কট থাকলেও বেশ সফলভাবেই প্যারিস অলিম্পিক আয়োজন করতে সমর্থ হলো ফ্রান্স। বরিবার রাতে জাঁকজমকপূর্ণ ভাবে এই অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠান হলো। চারবছর পরের অলিম্পিক হবে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে।