ঢাকা
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফ্রান্সের যুব দলের দায়িত্ব ছাড়লেন কোচ অঁরি

আপডেট : ২০ আগস্ট ২০২৪, ০৯:১০ এএম

ফ্রান্সের যুব ফুটবলের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন থিয়েরি অঁরি। ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন সোমবার (১৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে।

প্যারিস অলিম্পিকে অঁরি ফ্রান্সের যুব দলের কোচের দায়িত্ব ছিলেন। তার প্রশিক্ষণাধীন দলটি অলিম্পিকে রূপার পদক জয় করে। ফাইনালে তারা স্পেনের কাছে হেরে যায়।

পদত্যাগের কারণ হিসেবে অঁরি ব্যক্তিগত সমস্যার কথা উল্লেখ করেছেন। এ ব্যাপারে ১৯৯৮ সালের বিশ্বকাপ জয়ী এ তারকা বলেন, আমাকে অবশ্যই ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন ও ফেডারেশনের প্রেসিডেন্ট ফিলিপ ডায়লোকে ধন্যবাদ জানাতে হবে। তারা আমাকে এই চমৎকার দলটির সঙ্গে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন।

অঁরি আরও বলেন, অলিম্পিকে রূপার পদক জয় আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। আমি ফেডারেশন, খেলোয়াড়, সমর্থক এবং ফেডারেশনের সহকারীদের কাছে কৃতজ্ঞ। তাদের সহযোগিতায় অসাধারণ এক অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়েছে আমার ক্যারিয়ার।

থিয়েরি অঁরি তার অলিম্পিক দলটি অনুর্ধ্ব-২৩ দলের খেলোয়াড়দের পাশাপাশি তিনজন অতিরিক্ত বয়সী খেলোয়াড়দের নিয়ে গঠন করেছিলেন। অলিম্পিকের ফাইনালে পৌঁছানোর পথে তারা আর্জেন্টিনা ও মিসরকে হারিয়েছে। ফাইনালে তারা স্পেনের কাছে টাইব্রেকারে হেরে যায়।

AHA/FI
আরও পড়ুন