ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে জুনিয়র হকি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ এখন অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক হকি ফেডারেশন (আইএইচএফ) নিশ্চিত করেছে, আগামী ২৮ নভেম্বর ভারতের তামিলনাড়ুতে শুরু হওয়া টুর্নামেন্টের এক মাস আগে পাকিস্তান নিজেদের নাম প্রত্যাহার করেছে।
পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল। কিন্তু অবশেষে সেই আশঙ্কাই সত্যি হলো। পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে ছিল ভারত, চিলি ও সুইজারল্যান্ড। পাকিস্তান সরে যাওয়ায় তাদের জায়গায় কে খেলবে, তা এখনও ঘোষণা করা হয়নি। আইএইচএফ জানিয়েছে, দ্রুত পরিবর্তিত দেশের নাম ঘোষণা করা হবে।
হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরক জানিয়েছেন, ‘পাকিস্তানের জন্য আমাদের দরজা সব সময় খোলা। তারা খেলতে আসবে কি না, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে পারি না।’ উল্লেখ্য, পাকিস্তান আগে এশিয়া কাপ হকিতে ভারতে অংশ নিতে না পারায় তাদের জায়গায় খেলেছিল বাংলাদেশ।
পাকিস্তান হকি ফেডারেশনের (পিএইচএফ) মহাসচিব রানা মুজাহিদ জানিয়েছেন, ‘আমরা আন্তর্জাতিক হকি ফেডারেশনকে অনুরোধ করেছি, যেন নিরপেক্ষ কোনো ভেন্যুতে আমাদের ম্যাচগুলো আয়োজন করা হয়। ভারতে অনুষ্ঠিত বড় টুর্নামেন্টগুলোতে অংশ না নেওয়ায় পাকিস্তান হকির ক্ষতি হচ্ছে। যখন ভারতীয় ক্রীড়াবিদরাই নিরপেক্ষ ভেন্যুতেও আমাদের সঙ্গে খেলতে চায় না, তখন আমরা কীভাবে ভারতে গিয়ে খেলব?’
পিএইচএফ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করলে পাকিস্তান বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারবে।