দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ঢাকায় চলমান এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে দারুণ সাফল্যের দিন কাটাল বাংলাদেশ দল। প্রথমবারের মতো কম্পাউন্ড মিশ্র ইভেন্টে ফাইনালে উঠেছে বন্যা আক্তার ও হিমু বাছাড়ের জুটি। এর মধ্য দিয়ে অন্তত রুপা পদক নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

রাজধানীর জাতীয় স্টেডিয়ামে বুধবার অনুষ্ঠিত সেমিফাইনালে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ১৫৮–১৫৩ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচে চার রাউন্ডের স্কোর ছিল যথাক্রমে ৩৭–৩৯, ৩৮–৩৯, ৩৯–৪০ ও ৩৯–৪০, যেখানে শেষ দুটি সেটে অসাধারণ নিখুঁত শট খেলেন বন্যা ও হিমু।

এর আগে এলিমিনেশন রাউন্ডে বাংলাদেশ ভুটানকে হারিয়েছিল ১৫৪–১৪৮ পয়েন্টে। কোয়ার্টার ফাইনালে ছিল আরও রোমাঞ্চ, ইরানের বিপক্ষে ম্যাচটি শেষ হয় ১৫৪–১৫৪ সমতায়। এরপর টাইব্রেকারে ১৯–১৮ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। সেখান থেকেই আত্মবিশ্বাসে ভর করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নামেন বন্যা ও হিমু, আর সেই আত্মবিশ্বাসই নিয়ে যায় তাদের ফাইনালে।

ফাইনালে প্রতিপক্ষ ভারত। বৃহস্পতিবার স্বর্ণপদকের লড়াইয়ে মুখোমুখি হবে দুই দক্ষিণ এশীয় প্রতিদ্বন্দ্বী।

ফাইনালে ওঠার পর নিজের অনুভূতি জানিয়ে হিমু বাছাড় বলেন, ‘ফাইনালে উঠেছি, এটা আমাদের দুজনের জন্যই আনন্দের বিষয়। এর আগে আমরা তিন-চারটি আন্তর্জাতিক ইভেন্ট একসঙ্গে খেলেছি, কিন্তু কোনো পদক পাইনি। এই প্রথম ফাইনালে উঠলাম। ভালো করার লক্ষ্য ছিল সব সময়- দেশের জন্য কিছু করতে পারাটা আমাদের বড় প্রাপ্তি।’

সহযোগী বন্যা আক্তারও উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এবারের এশিয়ান আর্চারিতে এখনো পর্যন্ত আমাদের ফল তেমন ভালো ছিল না। কিন্তু আজকের এই সাফল্য সব কিছুর চেয়ে বড়। শেষবার ২০২৪ সালে ভুটানে ব্যক্তিগত ইভেন্টে রুপা পেয়েছিলাম। জাতীয় দলে আছি নয় বছর ধরে, আশা করি এবার আরও বড় কিছু হবে।’