পূর্ণ চন্দ্রগ্রহণে লাল রঙে ঝলমল করবে চাঁদ

আকাশপ্রেমীদের জন্য জ্যোতির্বৈজ্ঞানিক এক বিরল দৃশ্য দেখার সুযোগ হচ্ছে চলতি সেপ্টেম্বর মাসেই। আগামী ৭ সেপ্টেম্বর রাতে পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল রঙে ঝলমল করবে। এই গ্রহণ বাংলাদেশসহ পুরো ভারতীয় উপমহাদেশের বিস্তীর্ণ অঞ্চলে স্পষ্ট দেখা যাবে। ফলে কোটি কোটি মানুষ একসঙ্গে এই বিরল দৃশ্যের সাক্ষী হতে পারবেন।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ব্লাড মুন তখনই তৈরি হয় যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, কিন্তু পুরোপুরি অন্ধকার না হয়ে চাঁদ লাল আভায় রঙিন হয়। এর কারণ হলো পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের আলোকে ছেঁকে দেয়। ছোট তরঙ্গদৈর্ঘ্যের নীল ও বেগুনি আলো ছড়িয়ে যায়, আর বড় তরঙ্গদৈর্ঘ্যের লাল ও কমলা আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছে। এই প্রক্রিয়াটিকে বলা হয় রে-লি ছিটকানো (Rayleigh Scattering)।

ব্লাড মুন গ্রহণের বাংলাদেশ সময়

গ্রহণ শুরু: রাত ৯টা ২৮ মিনিট (৭ সেপ্টেম্বর ২০২৫)

পূর্ণ গ্রহণ (ব্লাড মুন শীর্ষ): রাত ১১টা ৩০ মিনিট – রাত ১টা ৫২ মিনিট (৮ সেপ্টেম্বর ২০২৫)

গ্রহণ শেষ: রাত ২টা ৫৫ মিনিট (৮ সেপ্টেম্বর ২০২৫)

পূর্ণ গ্রহণের সময় চাঁদ সবচেয়ে লাল দেখা যাবে। এটি আলোকচিত্রী ও আকাশপ্রেমীদের জন্য ছবি তোলার সেরা মুহূর্ত।