চলতি মাসেই বৃহত্তম রকেট স্টারশিপের ষষ্ঠ পরীক্ষামূলক ফ্লাইট টেস্ট পরিচালনা করবে স্পেসএক্স।
পরীক্ষামূলক এ উৎক্ষেপণ হতে পারে ১৮ নভেম্বর নাগাদ। বেশ কিছু লক্ষ্য আগেই পূরণ হওয়ায় গত মাসে একসঙ্গেই মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)’র অনুমতি পেয়েছে।
এতদিন পর্যন্ত প্রতিটি স্টারশিপ উৎক্ষেপণে নিয়ন্ত্রকদের অনুমোদন পেতে কখনো কখনো কয়েক মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো স্পেসএক্স’কে।
স্পেসএক্স জানায়, ১৮ নভেম্বর হতে যাওয়া ফ্লাইটে পঞ্চম ফ্লাইটের সাফল্যকে পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করবে তারা। এর মধ্যে রয়েছে লঞ্চ সাইটে রকেটের বুস্টার ফিরিয়ে আনা ও পুরোপুরি নির্ভুলভাবে এর ওপরের অংশটিকে অবতরণ করানো।
এছাড়া রকেটের ‘হিট শিল্ড’ ও এর ওপরের অংশটি ফিরিয়ে আনা সংশ্লিষ্ট বিভিন্ন গতিবিধি নিয়েও পরীক্ষা অব্যাহত রাখবে কোম্পানিটি। এর লক্ষ্য হল, রকেট ও এর বুস্টারের সক্ষমতা বাড়ানো এবং গোটা সিস্টেম পুনর্ব্যবহারের বিষয়টি অনলাইনে নিয়ে আসা।