অপরিচিত নম্বরের কল সাইলেন্ট হবে হোয়াটসঅ্যাপে

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

বর্তমান সময়ে বার্তা আদান-প্রদানের পাশাপাশি অডিও ও ভিডিও কলের জন্য হোয়াটসঅ্যাপ অত্যন্ত জনপ্রিয়। তবে ফোন নম্বর জানা থাকলেই যে কেউ কল করতে পারায় অনেক সময় অপরিচিত বা স্প্যাম কলের কারণে ব্যবহারকারীরা বিড়ম্বনায় পড়েন। এই সমস্যা সমাধানে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে ‘সাইলেন্স আননোন কলারস’ (Silence Unknown Callers) নামক একটি কার্যকর ফিচার।

ফিচারের কার্যকারিতা

এই ফিচারটি চালু থাকলে ফোনে সংরক্ষিত নেই বা আগে যোগাযোগ হয়নি এমন কোনো নম্বর থেকে কল এলে ফোনে রিংটোন বাজবে না। ফলে গুরুত্বপূর্ণ কাজের সময় বা বিশ্রামের সময় স্প্যাম ও অপ্রয়োজনীয় কলের কারণে বারবার বিরক্ত হওয়ার ঝুঁকি কমে যাবে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, কলগুলো সাইলেন্ট থাকলেও সেগুলো পুরোপুরি হারিয়ে যাবে না। কলের তথ্যগুলো ‘কলস’ (Calls) তালিকায় সংরক্ষিত থাকবে এবং নোটিফিকেশন হিসেবেও দেখা যাবে। ব্যবহারকারী চাইলে পরবর্তীতে কলদাতার পরিচয় নিশ্চিত হয়ে তাকে কল ব্যাক করতে পারবেন।

যেভাবে ফিচারটি চালু করবেন

অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই সুবিধাটি চালু করা অত্যন্ত সহজ:

  • প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে ওপরের ডান দিকের তিনটি বিন্দুতে (Menu) ট্যাপ করুন।
  • এরপর ‘সেটিংস’ (Settings) অপশনে যান।
  • সেখান থেকে ‘প্রাইভেসি’ (Privacy) বিভাগে প্রবেশ করুন।
  • নিচের দিকে স্ক্রল করলে ‘কলস’ (Calls) নামক একটি অপশন পাবেন।
  • সেখানে গিয়ে ‘সাইলেন্স আননোন কলারস’ (Silence Unknown Callers) অপশনটি টগল করে চালু করে দিন।

নিরাপত্তা ও সচেতনতা

এই ফিচারটি শুধু বিরক্তি কমানোর জন্যই নয়, বরং সাইবার নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক। সরাসরি কল রিসিভ না হওয়ায় অনেক ক্ষেত্রে প্রতারণামূলক ফাঁদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তবে মনে রাখতে হবে, ব্যবহারকারী যদি নিজে কোনো অপরিচিত নম্বরে আগে কল করেন বা মেসেজ পাঠান, তবে সেই নম্বরটি আর সাইলেন্ট তালিকার অন্তর্ভুক্ত থাকবে না।

এছাড়া কোনো নির্দিষ্ট ব্যক্তিকে স্থায়ীভাবে এড়াতে চাইলে আগের মতোই ‘ব্লক’ (Block) অপশন ব্যবহারের সুযোগ থাকছে। এই ফিচারের সঠিক ব্যবহারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে একটি নিরাপদ ও শান্ত কলিং অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব।

NB
আরও পড়ুন