কনটেন্ট প্রকাশ করে কোনোপ্রকার অর্থ পরিশোধ না করার অভিযোগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ফরাসি কিছু সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমগুলোর মধ্যে রয়েছে লে ফিগারো, লে ফিগারো, লেস ইকোস, লে প্যারিসিয়েন, নুওভেল অবস ও লে মন্ডে নামের কিছু ফরাসি সংবাদপত্র এবং সাংস্কৃতিক ম্যাগাজিন টেলেরামা, কুরিয়ার ইন্টারন্যাশনাল, হাফপোস্ট, মালেশারবেস পাবলিকেশনস।
তাদের অভিযোগ, এক্স ‘নেইবারিং রাইটস’ লঙ্ঘন করেছে। এটি একটি ইউরোপীয় নির্দেশনা, যা ফরাসি আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই আইন অনুযায়ী, যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো সংবাদ কনটেন্ট প্রকাশ করে, তখন সংবাদমাধ্যমগুলোকে অর্থ দিতে হবে।
এই পত্রিকাগুলোর পাশাপাশি ফরাসি সংবাদ সংস্থা এএফপি ইতিমধ্যেই এক্স-এর বিরুদ্ধে একটি জরুরি নিষেধাজ্ঞা জারির আবেদন করেছিল। তারা অভিযোগ করে যে, এক্স সংবাদমাধ্যমগুলোর সঙ্গে আলোচনা না করে তাদের কনটেন্ট প্রকাশ করছে এবং আইন অনুযায়ী উপযুক্ত অর্থ প্রদান করছে না।
চলতি বছরের ২৪ মে মিডিয়া কোম্পানির পক্ষে রায় দেয় প্যারিস আদালত। রায়ে এক্স কে দুই মাস সময় দেওয়া হয়, যাতে তারা প্ল্যাটফর্মটির মাধ্যমে সংবাদ কনটেন্ট থেকে অর্জিত আয় নিরূপণ করার জন্য প্রয়োজনীয় বাণিজ্যিক তথ্য সরবরাহ করতে পারে।
তবে পত্রিকাগুলো জানায়, এক্স আদালতের এই সিদ্ধান্ত অনুসরণ করেনি এবং তারা আইনগত দায়িত্ব এড়ানোর চেষ্টা করছে।
এক্সের ফরাসি আইনজীবী বলেছেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স ‘নেইবারিং রাইটস’ নির্দেশিকার আওতায় পড়ে না, কারণ গুগল বা ফেসবুকের তুলনায় ব্যবহারকারীদের পোস্টের ওপর এটি বেশি নির্ভর করে এবং এটি নিজের উদ্যোগে সংবাদ কনটেন্ট প্রকাশ করে না।
তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান