এবার হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে নতুন এক ফিচার, যা সম্পূর্ণভাবে বদলে দিতে পারে গ্রুপ চ্যাট ব্যবহারের অভিজ্ঞতা। ব্যবহারকারীরা এখন থেকে গ্রুপে না ঢুকেই জানতে পারবেন, সেখানে কে টাইপ করছেন। জনপ্রিয় মেসেজিং অ্যাপটির সাম্প্রতিক বিটা সংস্করণে এমনটাই জানানো হয়েছে।
তাৎক্ষণিক বার্তা, ছবি আদান-প্রদান এবং খুব সহজ উপায়ে ভয়েস ও ভিডিও কল করার সুবিধায় হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। ব্যক্তিগত বা অফিসিয়াল কাজে নিয়মিত ব্যবহৃত হচ্ছে অ্যাপটি। ব্যবহারকারীদের আরও সুবিধা দিতে নিয়মিত নতুন ফিচার নিয়ে আসছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। তারই ধারাবাহিকতায় বিটা ভার্সন ২.২৫.২০.১৭-এ যুক্ত হয়েছে নতুন এই টাইপিং আপডেট।
যে ধরণের সুবিধা দেবে এই ফিচার
এত দিন পর্যন্ত কোনো গ্রুপের ভিতরে ঢুকলেই দেখা যেত, কেউ টাইপ করছেন কি না। এবার থেকে চ্যাট লিস্ট থেকেই তা দেখা যাবে। অর্থাৎ, গ্রুপ ওপেন না করেও ব্যবহারকারীরা বুঝতে পারবেন, কে বা কারা সেখানে বার্তা টাইপ করছেন।
তবে এতে কিছু সীমাবদ্ধতাও থাকছে। একাধিক ব্যক্তি টাইপ করলেও একজনের নামই দেখাবে হোয়াটসঅ্যাপ। আর কেউ ভয়েস মেসেজ রেকর্ড করলে তা এখনো চ্যাট লিস্ট থেকে দেখা যাবে না। এই ফিচার শুধুমাত্র গ্রুপ চ্যাটের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এবং প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি ব্যবহার করতে পারবেন। আইওএস ব্যবহারকারীদের জন্য এখনো এই সুবিধা উন্মুক্ত হয়নি।
বিশেষজ্ঞরা বলছেন, আপাতদৃষ্টিতে ছোট মনে হলেও এই আপডেট গ্রুপ চ্যাটের ব্যবহারগত অভিজ্ঞতায় বড় পরিবর্তন আনবে।