একবার ফোন চার্জ দিলে কত টাকা খরচ হয়

স্মার্টফোন এখন মানুষের নিত্যদিনের সঙ্গী। এই স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে কিংবা কথা বলতে যে পরিমাণ খরচ হয় তা হয়তো আপনার হিসাবের মধ্যে রয়েছে। কিন্তু মোবাইল ফোন দিনে একবার বা দুইবার চার্জ দিতে কত টাকার বিদ্যুৎ বিল আসে?

সাধারণত একটি ফোন চার্জারের শক্তি ৫ থেকে ২০ ওয়াটের মধ্যে হয়। একটি সাধারণ চার্জার প্রায় ৫ ওয়াটের হয়। দ্রুত চার্জারগুলো ১৮-২০ ওয়াট বা তার বেশি হতে পারে। ফোনটি সম্পূর্ণ চার্জ হতে প্রায় ১ থেকে ২ ঘণ্টা সময় লাগে। এটি ফোন মডেল এবং চার্জারের ওপর নির্ভর করে।

একবার চার্জ করতে কত বিদ্যুৎ খরচ হয়?

ধরুন আপনি ১০ ওয়াটের চার্জার দিয়ে ২ ঘণ্টায় ফোনটি চার্জ করেন। তাহলে বিদ্যুৎ খরচ ১০ ওয়াট × ২ ঘণ্টা = ২০ ওয়াট (ওয়াট-ঘণ্টা) = ০.০২ ইউনিট। এর মানে হলো ফোনটি একবার চার্জ করতে মাত্র ০.০২ ইউনিট বিদ্যুৎ ব্যবহার করা হয়।

প্রতিদিন একবার ফোন চার্জ দিলে ০.০২ ইউনিট বিদ্যুৎ খরচ হয়। সুতরাং বছরে খরচ হয় ০.০২ × ৩৬৫ = বার্ষিক প্রায় ৭ থেকে ১০ ইউনিট বিদ্যুৎ।

যদি বিদ্যুতের হার প্রতি ইউনিট ১০ টাকা হয়, তাহলে বছরে চার্জিং খরচ ১০০ টাকা পর্যন্ত হবে।

মনে রাখবেন, আপনার ফোন যখন চার্জে থাকে কিন্তু চার্জারটি প্লাগ ইন থাকে, তখনও কিছু বিদ্যুৎ খরচ হয়। আপনার বিদ্যুৎ বিল যাতে না বাড়ে, তার জন্য ফোন চার্জ করার পর চার্জারটি খুলে রাখুন। পুরনো চার্জারের পরিবর্তে নতুন এবং আরও দক্ষ চার্জার ব্যবহার করুন।