ওয়েডিং ফটোগ্রাফিতে নতুন বিপ্লব আনছে ভিভো

ভিভো এবং জাইসের যৌথ উদ্ভাবনের ধারাবাহিকতায় স্মার্টফোন পোট্রেট ফটোগ্রাফিতে যুক্ত হলো নতুন মাত্রা। এবার ভিভো তার জনপ্রিয় ভি সিরিজে যুক্ত করছে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো ভি৬০, যা দূর থেকে স্পষ্ট এবং প্রাণবন্ত ছবি তোলার পাশাপাশি ওয়েডিং পোট্রেট ফটোগ্রাফিতেও এনে দিচ্ছে পেশাদার মানের অভিজ্ঞতা।

বাংলাদেশের বাজারে এটি হতে যাচ্ছে প্রথম স্মার্টফোন, যাতে থাকছে ৫০ মেগাপিক্সেল জাইস সুপার টেলিফটো ক্যামেরা। কনসার্ট, উৎসব বা জনসমাগমে দূরে দাঁড়িয়ে থাকা ব্যক্তির মুখভঙ্গি, ত্বকের টেক্সচার এবং সূক্ষ্ম অভিব্যক্তি ধরে রাখতে সক্ষম এই ক্যামেরা যা সাধারণ ফোন দিয়ে সম্ভব নয়।

vivo

বিয়ের ব্যস্ত পরিবেশে বর-কনের আবেগঘন মুহূর্ত, চোখের ভাষা কিংবা হালকা হাসিও নিখুঁতভাবে ধারণ করা যাবে ভি৬০-এর ৮৫ মিমি ও ১০০ মিমি ক্লোজ-আপ ফোকাল লেন্থের ওয়েডিং টেলিফটো পোট্রেট মোড দিয়ে। এতে বাড়তি কোনো ডিজিটাল জুম ছাড়াই থাকবে প্রাকৃতিক ডেপথ ও ডিটেইলস।

এছাড়া, ওয়েডিং মাইক্রো মুভি মোড ব্যবহার করে ছোট ছোট সিনেমাটিক ভিডিও তৈরি করা যাবে, যা স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতায় যোগ করবে নতুন মাত্রা।

ভিভো ভি৬০-এর ডিজাইনেও রয়েছে নতুনত্ব। পাকা বেরির রঙ থেকে অনুপ্রাণিত বেরি পার্পল কালারটি একদিকে যেমন তারুণ্যের উজ্জ্বলতা তুলে ধরে, অন্যদিকে যুক্ত করে আভিজাত্যের ছোঁয়া। তবে এখানেই শেষ নয় মিস্ট গ্রে এবং ডেজার্ট গোল্ড নামের আরও দুটি কালার অপশনও থাকছে ক্রেতাদের জন্য।

vivo3

মিনিমালিস্ট স্টার ট্রেইল ক্যামেরা ডিজাইন ফোনটিকে দিয়েছে স্লিম ও ফিউচারিস্টিক লুক, আর ফ্ল্যাগশিপ কোয়াড কার্ভড স্ক্রিন নিশ্চিত করবে নির্বিঘ্ন গেমিং ও মাল্টিটাস্কিং অভিজ্ঞতা, যেখানে মিসটাচ হবে নিয়ন্ত্রণের মধ্যে।

ভিভো বিশ্বাস করে, বিয়ে শুধুই একটি উৎসব নয়, বরং জীবনের সবচেয়ে বিশেষ দিনগুলোর একটি। সেই উপলক্ষে তারা শুরু করেছে ভিভো দ্য মোমেন্ট ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ব্যবহারকারীরা তাদের বিশেষ দিনের মুহূর্তগুলো শেয়ার করতে পারবেন, এবং ভিভো ভি৬০ সহ আকর্ষণীয় উপহার জয়ের সুযোগ পাবেন।

সবচেয়ে সুন্দর ও আবেগঘন মুহূর্তগুলো ভিভো ফটোগ্রাফি ক্রনিকল ম্যাগাজিনে ফিচার হওয়ার সুযোগও পাবে, যা সেই স্মৃতিকে করে তুলবে চিরস্মরণীয়।

ভিভো ভি৬০ কেবল একটি স্মার্টফোন নয়, বরং একজন গল্পকারের হাতের শক্তি। বিয়ে বা উৎসব প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এখন থাকবে আরও প্রাণবন্ত, আরও নিখুঁতভাবে ধরা, শুধু এক ক্লিকেই।