অ্যাপল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামী ৯ সেপ্টেম্বর আইফোন ১৭ সিরিজের উন্মোচন হবে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির কুপারটিনোতে অনুষ্ঠিত হবে বছরের সবচেয়ে প্রতীক্ষিত এই প্রযুক্তি ইভেন্ট।
নতুন সিরিজে থাকছে চারটি মডেল, আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হবে প্রো এবং প্রো ম্যাক্স মডেল।
দাম বাড়ছে প্রো মডেলের
মার্কিন শুল্ক ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে প্রো সিরিজে দাম বাড়ছে ৫০ ডলার।
- আইফোন ১৭ প্রো: শুরু ১,০৪৯ ডলার
- আইফোন ১৭ প্রো ম্যাক্স: শুরু ১,২৪৯ ডলার
ডিজাইনে বড় পরিবর্তন
- নতুন অনুভূমিক ক্যামেরা সেটআপ, বাদ পড়ছে পুরনো চৌকো ক্যামেরা আইল্যান্ড
- অর্ধেক গ্লাস, অর্ধেক অ্যালুমিনিয়াম বডি
নতুন রঙ: উজ্জ্বল কমলা, সঙ্গে থাকছে কালো, সাদা, ধূসর ও নীল
ডিসপ্লে
- প্রো: ৬.৩ ইঞ্চি
- প্রো ম্যাক্স: ৬.৮ ইঞ্চি
নতুন ফিচার: অ্যান্টি-রিফ্লেকটিভ কোটিং, আরও ছোট ডায়নামিক আইল্যান্ড
ক্যামেরা
- ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, দ্বিগুণ উন্নত
- ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো ও ট্রিপল রিয়ার ক্যামেরা প্রো মডেলে
ব্যাটারি ও চার্জিং
- প্রো ম্যাক্সে: ৫,০০০ এমএএইচ ব্যাটারি
নতুন ফিচার: রিভার্স ওয়্যারলেস চার্জিং
চার্জিং স্পিড: ৪৫ ওয়াট (তারযুক্ত), ২৫ ওয়াট (ওয়্যারলেস)
পারফরম্যান্স
- A19 Pro চিপসেট (৩ ন্যানোমিটার, TSMC প্রযুক্তি)
- ১২ জিবি র্যাম
- উন্নত Apple Intelligence ফিচার ও দ্রুত মাল্টিটাস্কিং
অ্যাপলপ্রেমীরা নতুন ডিজাইন ও পারফরম্যান্স আপগ্রেডে রোমাঞ্চিত। ৯ সেপ্টেম্বরের ইভেন্ট ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি ও জল্পনা।