ইনস্টাগ্রামের ‘ক্লোজ ফ্রেন্ড’ ফিচার এবার হোয়াটসঅ্যাপে

জনপ্রিয় বার্তা আদান-প্রদানের অ্যাপ হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে ইনস্টাগ্রামের জনপ্রিয় ফিচার ‘ক্লোজ ফ্রেন্ড’। নতুন এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে শুধুমাত্র নির্দিষ্ট ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে স্ট্যাটাস শেয়ার করতে পারবেন।

প্রতিদিন গড়ে ১০০ বিলিয়নের বেশি বার্তা আদান-প্রদান হয় হোয়াটসঅ্যাপে। এত দিন স্ট্যাটাস শেয়ারের ক্ষেত্রে তিনটি অপশন ছিল- ‘মাই কন্ট্যাক্টস’, ‘মাই কন্ট্যাক্টস এক্সসেপ্ট’ এবং ‘অনলি শেয়ার উইথ’। এবার নতুন সংযোজন হলো ‘ক্লোজ ফ্রেন্ড’। এতে ব্যবহারকারীরা আলাদা তালিকা তৈরি করে শুধুমাত্র ঘনিষ্ঠ বন্ধুদের জন্য স্ট্যাটাস দৃশ্যমান করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ- ইনস্টাগ্রাম

স্ট্যাটাস শেয়ারের সময়সীমা আগের মতোই থাকবে ২৪ ঘণ্টা। ফলে ব্যবহারকারীরা ব্যক্তিগত অনুভূতি, সুখ-দুঃখ কিংবা বিশেষ মুহূর্ত আরও নির্ভরযোগ্যভাবে শেয়ার করতে পারবেন।

অফিসিয়াল কাজের পাশাপাশি আড্ডা ও ব্যক্তিগত যোগাযোগে হোয়াটসঅ্যাপের ব্যবহার দিন দিন বেড়ে চলেছে। ব্যবহারকারীদের আরও আকৃষ্ট করতে এবং অ্যাপকে ব্যবহারবান্ধব রাখতে নিয়মিত নতুন ফিচার যুক্ত করছে প্রতিষ্ঠানটি।