এআই- তৈরি ভিডিওর জন্য মেটার নতুন প্ল্যাটফর্ম ‘Vibes’ চালু

মেটা ঘোষণা করেছে তাদের নতুন শর্ট-ফর্ম ভিডিও ফিড ‘Vibes’, যেখানে শুধুমাত্র কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-তৈরি কনটেন্ট দেখা যাবে। প্ল্যাটফর্মটি চালু হচ্ছে Meta AI অ্যাপ এবং meta.ai-এ। টিকটক বা ইনস্টাগ্রাম রিলসের মতো হলেও এর প্রতিটি ভিডিওই হবে সম্পূর্ণ এআই-নির্ভর।

কী থাকছে ‘Vibes’-এ

ব্যবহারকারীরা মেটার নিজস্ব এআই মডেল ও অন্যদের তৈরি অসংখ্য ভিডিও দেখতে পারবেন। সময়ের সঙ্গে সঙ্গে অ্যালগরিদম ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী কনটেন্ট সাজাবে।

ভাইবস2

ক্রিয়েটরদের জন্য থাকবে

  • একেবারে নতুন ভিডিও বানানোর সুযোগ
  • অন্যের ভিডিও রিমিক্স করার সুবিধা
  • ভিজ্যুয়াল, মিউজিক ও স্টাইল যোগ করার অপশন
  • সরাসরি Vibes ফিডে শেয়ার, ডিএম কিংবা ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করার সুযোগ

শুরুর পর্যায়ে Midjourney ও Black Forest Labs- এর সঙ্গে অংশীদারিত্ব করেছে মেটা। পাশাপাশি সংস্থাটি নিজস্ব এআই মডেল উন্নত করছে। মেটার প্রধান এআই কর্মকর্তা আলেক্সান্দ্র ওয়াং জানিয়েছেন, এই প্রকল্প মেটার বৃহত্তর এআই কৌশলের অংশ।

ঘোষণার পর থেকেই প্রতিক্রিয়া মিশ্র। সিইও মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামে কয়েকটি এআই ভিডিও শেয়ার করেছেন- যেমন রুটি বানাচ্ছে একটি বিড়াল কিংবা প্রাচীন মিশরের এক নারী সেলফি তুলছেন এমন দৃশ্য। তবে সমালোচকরা বলছেন, সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই নিম্নমানের এআই কনটেন্টে ভরে গেছে, আর ‘Vibes’ সেই সমস্যাকে আরও বাড়াতে পারে।

ভাইবস

অন্যদিকে, ইউটিউবের মতো সংস্থাগুলো এআই তৈরি ‘অপ্রয়োজনীয় ভিডিও’ নিয়ন্ত্রণে পদক্ষেপ নিচ্ছে। সমালোচকরা মনে করছেন, কয়েক মাস আগেই মেটা কনটেন্ট ক্রিয়েটরদের ‘অথেনটিক স্টোরিটেলিংয়ে’ মনোযোগী হতে বলেছিল, অথচ এবার নিজেই এআই-তৈরি ভিডিওর প্ল্যাটফর্ম চালু করছে- যা তাদের পূর্বঘোষণার সঙ্গে সাংঘর্ষিক।

পর্দার আড়ালে মেটা এআই গবেষণায় ব্যাপক বিনিয়োগ করছে। চলতি বছরের জুনে প্রতিষ্ঠানটি Meta Superintelligence Labs গঠন করে এবং পুরো এআই বিভাগকে চার ভাগে ভাগ করে ফাউন্ডেশন মডেল, গবেষণা, প্রোডাক্ট ইন্টিগ্রেশন ও অবকাঠামো। প্রতিদ্বন্দ্বী OpenAI, Anthropic ও Google DeepMind- এর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এই পদক্ষেপ নিয়েছে মেটা।