অ্যাপল ধীরে ধীরে বন্ধ করে দিচ্ছে তাদের ভিডিও এডিটিং অ্যাপ ক্লিপস (Clips)। ইতোমধ্যে অ্যাপটি অ্যাপ স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে, এবং ভবিষ্যতে আর কোনো আপডেটও আসবে না বলে জানিয়েছে কোম্পানিটি।
টেকক্রাঞ্চ-এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অ্যাপলের ওয়েবসাইটে একটি সাপোর্ট পেজে জানানো হয়েছে, ১০ অক্টোবর থেকে নতুন ব্যবহারকারীরা ক্লিপস ডাউনলোড করতে পারবেন না।
তবে যারা আগেই অ্যাপটি ডাউনলোড করেছেন, তারা এখনো চলতি বা আগের iOS ও iPadOS ভার্সনে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। এমনকি চাইলে তাদের অ্যাপল অ্যাকাউন্ট থেকে পুনরায় অ্যাপটি ডাউনলোড করাও সম্ভব।
টেকক্রাঞ্চ জানিয়েছে, ক্লিপসে আর কোনো আপডেট না আসায় সময়ের সাথে সাথে অ্যাপটির কার্যকারিতা কমে যাবে। এজন্য অ্যাপল পরামর্শ দিয়েছে, ব্যবহারকারীরা যেন তাদের ক্লিপস দিয়ে তৈরি করা ভিডিওগুলো (ইফেক্টসহ বা ছাড়া) ফটো লাইব্রেরিতে সংরক্ষণ করে রাখেন, যাতে পরবর্তীতে অন্য অ্যাপ দিয়ে তা সম্পাদনা বা দেখা সম্ভব হয়।
২০১৭ সালে স্ন্যাপচ্যাট ও ইনস্টাগ্রাম–এর বিকল্প হিসেবে চালু হওয়া ক্লিপস মূলত একটি ভিডিও তৈরি ও এডিটিং অ্যাপ, যেখানে ব্যবহারকারীরা ফটো কোলাজ, ফিল্টার, ইমোজি ও মিউজিক ব্যবহার করে ছোট ভিডিও তৈরি করতে পারতেন। যদিও এটি কোনো সামাজিকমাধ্যম ছিল না, তবুও তরুণ ব্যবহারকারীদের মধ্যে অ্যাপটি জনপ্রিয় হয়ে উঠেছিল।
অ্যাপলের এই সিদ্ধান্তে অনেক ব্যবহারকারী হতাশ হলেও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, কোম্পানিটি এখন অন্যান্য সফটওয়্যার ও সেবা উন্নয়নে মনোযোগ দিচ্ছে।