স্মার্টফোন আছে কিন্তু সিম কার্ড নেই এমন অবস্থায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার দিন এখন অতীত। প্রযুক্তির উৎকর্ষতায় সিম কার্ড ছাড়াই এখন বিশ্বের যেকোনো প্রান্তে কল করা সম্ভব। তবে এই সুবিধার জন্য ডিভাইসে সক্রিয় ইন্টারনেট বা ওয়াই-ফাই সংযোগ থাকা প্রয়োজন। সম্প্রতি এক প্রতিবেদনে সিমহীন যোগাযোগের ৩টি কার্যকর উপায় সামনে এসেছে।
১. ভিওআইপি (VoIP) অ্যাপের ব্যবহার
ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল বা ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে সিম ছাড়াই কথা বলা যায়। বর্তমানে জনপ্রিয় মেসেজিং অ্যাপ যেমন হোয়াটসঅ্যাপ (WhatsApp), মেসেঞ্জার (Messenger), স্কাইপি (Skype) বা ভাইবার (Viber) এই সুবিধা দিচ্ছে। এসব অ্যাপে ইন্টারনেটের মাধ্যমে উচ্চমানের অডিও-ভিডিও কল করা সম্ভব। এমনকি ফিজিক্যাল সিম কার্ড না থাকলেও আগে থেকে খোলা অ্যাকাউন্ট বা ভার্চুয়াল নম্বর ব্যবহার করে লগ-ইন করা যায়।
২. ভার্চুয়াল ফোন নম্বর সার্ভিস
ইন্টারনেটে বর্তমানে এমন অনেক ওয়েবসাইট ও অ্যাপ রয়েছে যারা ব্যবহারকারীকে ভার্চুয়াল ফোন নম্বর সরবরাহ করে। এই নম্বরগুলো ব্যবহার করে প্রথাগত সিম ছাড়াই মেসেজ পাঠানো বা কল করা যায়। বিশেষ করে যারা ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে চান বা দেশের বাইরে সস্তায় যোগাযোগ করতে চান, তাদের জন্য ভার্চুয়াল নম্বর একটি আধুনিক সমাধান।
৩. বিল্ট-ইন 'ওয়াই-ফাই কলিং' ফিচার
আধুনিক প্রায় সব স্মার্টফোনেই এখন 'Wi-Fi Calling' ফিচারটি থাকে। ফোনের সেটিংস থেকে এটি চালু করে নিলে মোবাইল নেটওয়ার্ক দুর্বল থাকলেও ওয়াই-ফাই ব্যবহার করে স্বচ্ছন্দে কথা বলা যায়। যদিও প্রাথমিক সেটআপের জন্য একবার সিমের প্রয়োজন হতে পারে, তবে ফিচারটি সক্রিয় থাকলে নেটওয়ার্কহীন এলাকাতেও ফোনের সাধারণ ডায়ালার থেকেই সরাসরি কল করা সম্ভব।
সব ই-মেইল চলবে এক জিমেইল অ্যাপে
ফেসবুক-ইনস্টাগ্রামে এআই চরিত্র স্থগিত করলো মেটা
