তার ছাড়াই চার্জ দেওয়া যাবে পোকো এফ৮ ফোন

পোকো তাদের জনপ্রিয় এফ সিরিজের নতুন স্মার্টফোন লাইনআপ POCO F8 Series এর টিজার উন্মোচন করেছে। মার্চ ২০২৫-এ এফ৭ প্রো ও এফ৭ আল্ট্রা বাজারে আনার মাত্র কয়েক মাস পরই ব্র্যান্ডটি প্রত্যাশার আগেই নতুন সিরিজের প্রথম ঝলক প্রকাশ করল। টিজার দেখে ধারণা করা হচ্ছে, বছরের শেষেই বাজারে আসতে পারে পোকো এফ৮ প্রো এবং এফ৮ আল্ট্রা।

POCO F8 Series আসছে নতুন সাজে

প্রকাশিত টিজারে দেখা যাচ্ছে, পোকো এবার তাদের স্বাক্ষরধর্মী পারফরম্যান্স-কেন্দ্রিক হার্ডওয়্যারের সঙ্গে সম্পূর্ণ নতুন ধরনের নকশা আনতে চলেছে। ব্র্যান্ড জানিয়েছে, এই আপগ্রেডের মূল লক্ষ্য হলো আরও মসৃণ, দ্রুত এবং ডুবে যাওয়ার মতো (ইমার্সিভ) গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা দেওয়া।

যদিও কোম্পানি নির্দিষ্ট মডেলের নাম জানায়নি। টিজারের নকশা দেখে ধারণা করা হচ্ছে, ডিসেম্বর মাসে বিশ্ববাজারে পোকো এফ৮ প্রো এবং পোকো এফ৮ আল্ট্রা লঞ্চ হতে পারে। রিপোর্ট বলছে, এগুলি চীনে বাজারে আসা রেডমি কে৯০ এবং কে৯০ প্রো ম্যাক্স–এর নাম বদলানো (রিব্র্যান্ডেড) সংস্করণ হবে, যদিও ব্যাটারি ক্ষমতায় কিছু পরিবর্তন থাকতে পারে।

POCO F8 Series2

রিপোর্ট অনুযায়ী, পোকো এফ৮ প্রো–তে থাকবে স্ন্যাপড্রাগন ৮ এলিট প্রসেসর এবং আল্ট্রা মডেলে থাকবে আরও উন্নত স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপ। দুই চিপই সর্বোচ্চ মানের পারফরম্যান্স, উচ্চ ফ্রেমরেটের গেমিং এবং অতিরিক্ত কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর অপ্টিমাইজেশনের সুবিধা দেবে।

সিরিজে একটি স্ট্যান্ডার্ড মডেল পোকো এফ৮–ও থাকতে পারে, যেটি রেডমি টার্বো ৫ প্রো–র রিব্র্যান্ডেড ভার্সন বলে মনে করা হচ্ছে। যদিও এটি পরবর্তী সময়ে লঞ্চ হতে পারে। পাশাপাশি কোম্পানি পোকো প্যাড এম১ ট্যাবেও কাজ করছে, যা হবে রেডমি প্যাড ২ প্রো–র রিব্র্যান্ডেড সংস্করণ।

POCO F8 Series3

Redmi K90 Pro Max এর বৈশিষ্ট্য থেকে মিলল ইঙ্গিত

যেহেতু পোকো এফ৮ আল্ট্রা–কে রেডমি কে৯০ প্রো ম্যাক্স এর রিব্র্যান্ডেড মডেল বলা হচ্ছে, তাই এর সম্ভাব্য বৈশিষ্ট্য সম্পর্কেও ধারণা পাওয়া যাচ্ছে। রেডমি কে৯০ প্রো ম্যাক্স এ রয়েছে ৬.৯ ইঞ্চি সুপার সানলাইট অ্যামোলেড পর্দা, যার সর্বোচ্চ উজ্জ্বলতা ৩৫০০ নিটস এবং রয়েছে শাওমি কিংশান আই প্রোটেকশন ৩.০ প্রযুক্তি। পর্দায় ব্যবহৃত হয়েছে এম১০ আলোক-বস্তু এবং রয়েছে অতি-নিম্ন ১ নিট উজ্জ্বলতার সুবিধা।

ডিভাইসটিতে ব্যবহৃত হয়েছে ৩ ন্যানোমিটার স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর, সঙ্গে স্বতন্ত্র ডি২ গ্রাফিক্স চিপ। অতিরিক্ত তাপ কমানোর জন্য রয়েছে ৬৭০০ বর্গমিমি আইস-সাইকেল রেফ্রিজারেশন পাম্প শীতলীকরণ ব্যবস্থা, যা দীর্ঘক্ষণ গেমিংয়ের জন্য আদর্শ।

POCO F8 Series

উন্নত ক্যামেরা সেটআপ ও সর্বোচ্চ মানের শব্দব্যবস্থা

স্মার্টফোনটিতে রয়েছে ১/১.৩১ ইঞ্চি লাইট হান্টার ৯৫০ সেন্সরসহ তিন ক্যামেরার ব্যবস্থা-

  • ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা,
  • ৫ গুণ পেরিস্কোপ টেলিফটো লেন্স (১০ গুণ লসলেস জুম),
  • এবং ৫০ মেগাপিক্সেল আল্ট্রা–ওয়াইড লেন্স।
  • সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সাউন্ডের জন্য আছে বোস সহ সুরকৃত ২.১ স্টেরিও স্পিকার সিস্টেম।
  • পোকো এফ৮ সিরিজে থাকবে ৭৫৬০ মিলিঅ্যাম্পিয়ার ঘণ্টা ব্যাটারি, যার সঙ্গে থাকবে
  • ১০০ ওয়াট তারযুক্ত দ্রুত চার্জিং,
  • ৫০ ওয়াট তারহীন চার্জিং,
  • এবং ২২.৫ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা।
  • সফটওয়্যার হিসেবে থাকবে অ্যানড্রয়েড ১৬ নির্ভর হাইপারওএস ৩।