তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আ.লীগের ঢাকা উত্তর মহানগর মহাসচিব এস এম মান্নান কচি।
শনিবার (৯ মার্চ) বিজিএমইএর ২০২৪-২৬ মেয়াদি নেতৃত্ব নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোটগ্রহণ হয়। মধ্যরাতে ভোট গণনা শেষে বস্ত্রকলমালিকদের সংগঠন বিটিএমএর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলামিনের নেতৃত্বাধীন নির্বাচন বোর্ড ফলাফল ঘোষণা করে। এতে সম্মিলিত পরিষদের দলনেতা এস এম মান্নান সর্বোচ্চ ১ হাজার ৫১০ ভোট পেয়েছেন।
ঢাকায় ভোটগ্রহণ শুরুর আগে দুই প্যানেলের প্রার্থীদের মধ্যে হাতাহাতি হয়। বিকেলে ভোটকক্ষে বিশৃঙ্খলার ঘটনাও ঘটে। তবে শেষ পর্যন্ত ৮৯ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
বিজিএমইএর এবারের নির্বাচনে ৩৫টি পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৭০ জন প্রার্থী। তারা সম্মিলিত পরিষদ ও ফোরাম- এই দুই প্যানেল থেকে নির্বাচন করেন। সম্মিলিত পরিষদের প্যানেল লিডার বা দলনেতা এস এম মান্নান, যিনি বর্তমানে বিজিএমইএর জ্যেষ্ঠ সহ-সভাপতি। আর ফোরামের প্যানেল লিডার ফয়সাল সামাদ। তিনি সংগঠনটির সাবেক সহ-সভাপতি।