কর অব্যাহতি পেলো ৯ সেবামূলক প্রতিষ্ঠান

জনকল্যাণমূলক ও সামাজিক কাজের সঙ্গে জড়িত থাকায় মাস্তুল ফাউন্ডেশনসহ ৯ প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দিয়েছে সরকার। এই ছাড় ২০৩০ সালের ৩০ জুন পাওয়া যাবে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

মঙ্গলবার (২৭ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর।  

প্রজ্ঞাপনে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ক্ষমতাবলে ওই আইনের ৭৬-এর উপধারা (১) আইনের ষষ্ঠ তফসিলের অংশ ৩–এর অনুচ্ছেদ ২–এর দফা (১৩)–এর ক্ষমতাবলে বিধানাবলি পরিপালন সাপেক্ষে এই ৯ প্রতিষ্ঠানকে আগামী পাঁচ বছরের জন্য কর অব্যাহতি দেওয়া হলো।

কর অব্যাহতি দেওয়া অন্য প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, রোগীকল্যাণ সমিতি, বাংলাদেশ জাতীয় বধির সংস্থা, গণস্বাস্থ্য কেন্দ্র, ঢাকা আহছানিয়া মিশন, প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (PCSB) ও আগামী এডুকেশন ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্য, শিক্ষা ও সমাজসেবাসহ নানা খাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। 

এই ধরনের উদ্যোগ একদিকে যেমন সামাজিক দায়িত্ব পালনে করদাতাদের আগ্রহ বাড়াবে, অন্যদিকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানগুলোর টেকসই অর্থায়ন নিশ্চিত করবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।