বিজিএমইএ সভাপতি

ইসরায়েল-ইরান সংঘাতে চ্যালেঞ্জের মুখে পোশাক শিল্প

ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত পোশাক শিল্পের জন্য নতুন চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তৈরি পোশাক খাতের মালিকদের সংগঠন বিজিএমইএ’র নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তিনি বলেন, এই যুদ্ধের ফলে তেলের দাম বৃদ্ধি পেলে তার প্রভাব সবার ওপর পড়বে। পোশাক শিল্পও এর প্রভাব থেকে বাদ যাবে না। এই অবস্থায় প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে আমাদের অনেকগুলো কাজ করতে হবে।

সোমবার (১৬ জুন) বিকেলে বিজিএমইএ কমপ্লেক্সে বিজিএমইএ’র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিজিএমইএ’র প্রশাসক আনোয়ার হোসেন বিজিএমইএ’র নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবু’র হাতে দায়িত্ব হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বিজিএমইএ’র সাবেক সভাপতিদের মধ্যে বক্তব্য দেন রফিকুল ইসলাম, ফারুক হাসান, সভাপতি রুবানা হক, এস এম ফজলুল হক, কাজী মনিরুজ্জামান ও আনিসুর রহমান সিনহা প্রমুখ। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির ৩৫ জন সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সম্মিলিত পরিষদের পক্ষ থেকে ফোরাম থেকে নির্বাচিত বিজিএমইএ’র নতুন সভাপতিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়া দেশের নিটওয়্যার মালিকদের সংগঠন বিকেএমইএ’র পক্ষ থেকে বিজিএমইএ’র নতুন কমিটির সকল সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিজিএমইএ’র নতুন সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, আমরা এমন একটি সময়ে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি, যখন আমাদের প্রিয় শিল্পটি বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্যে পড়েছে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের আরোপ করা পাল্টা শুল্ক, ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, উচ্চ ব্যাংক সুদ, মুদ্রাস্ফীতি, দুর্বল অবকাঠামো ব্যবস্থা, মজুরি বৃদ্ধি এবং জ্বালানি সংকটে আমরা অনেকটা নিষ্পেষিত অবস্থায় আছি। এরমধ্যে আবার নতুন করে শুরু হয়েছে ইসরায়েল ও ইরান যুদ্ধ। নির্বাচনের সময় মিডিয়ার বন্ধুরা প্রশ্ন করতেন, আপনাদের সামনে চ্যালেঞ্জ কি? আমরা বলেছিলাম, চ্যালেঞ্জ প্রতিনিয়ত পরিবর্তন হয়। ইসরায়েল ও ইরানের যুদ্ধ আমাদের জন্যে নতুন চ্যালেঞ্জ।