ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জুনের ১৪ দিনেও যেসব ব্যাংকে আসেনি রেমিট্যান্স

আপডেট : ১৬ জুন ২০২৫, ০৯:২৭ পিএম

চলতি জুনের প্রথম ১৪ দিনে দেশের ১১টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। সোমবার (১৬ জুন) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি জুনের প্রথম দিন থেকে শনিবার (১৪ জুন) পর্যন্ত কোনো রেমিট্যান্স আসেনি এমন ব্যাংকের সংখ্যা ১১টি। রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংক ছাড়াও একটি বিশেষায়িত ব্যাংক, ৫টি বেসরকারি ও ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

এই ব্যাংকগুলো হলো- রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি, সিটিজেনস ব্যাংক পিএলসি, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক পিএলসি ও সীমান্ত ব্যাংক পিএলসি।

এছাড়াও চলতি জুনের প্রথম ১৪ দিনে বিদেশি খাতের হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ও উরি ব্যাংকের মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা।

চলতি জুনের প্রথম ১৪ দিনে দেশে ১১৪ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ১৪ হাজার কোটি টাকার বেশি।

AA/AHA
আরও পড়ুন