ওয়ালটনের লভ্যাংশ কমলো ২৪ শতাংশ

দেশীয় ইলেকট্রনিকস জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ২০২৪-২৫ অর্থবছরে ১,০৩৭ কোটি টাকা মুনাফা করেছে। যদিও আগের বছরের তুলনায় এটি ৩২০ কোটি টাকা বা ২৪ শতাংশ কম। বিক্রি কমে যাওয়া এবং খরচ বেড়ে যাওয়াকে মুনাফা হ্রাসের মূল কারণ হিসেবে জানিয়েছে কোম্পানিটি।

এই মুনাফার ভিত্তিতে ওয়ালটন শেয়ারধারীদের জন্য ১৭৫% নগদ লভ্যাংশ (প্রতি শেয়ারে ১৭.৫০ টাকা) এবং ১০% বোনাস শেয়ার ঘোষণা করেছে। নগদ লভ্যাংশ বাবদ কোম্পানিটিকে মোট ৫৩০ কোটি টাকা বিতরণ করতে হবে, যা আগের বছরের তুলনায় প্রায় অর্ধেক।

তবে এটিই কোম্পানির ইতিহাসে প্রথমবারের মতো বোনাস লভ্যাংশ ঘোষণা। এর ফলে কোম্পানিটিকে নতুন করে প্রায় ৩ কোটি ৩ লাখ বোনাস শেয়ার ইস্যু করতে হবে, যার বাজারমূল্য প্রায় ১,৪৭৫ কোটি টাকা। মুনাফা ও লভ্যাংশ কমার খবরে আজ লেনদেনের শুরুতেই ওয়ালটনের শেয়ারের দাম ২% বা ৯ টাকা কমে দাঁড়িয়েছে ৪৮৪ টাকা।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানির ৬১% শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের হাতে, ফলে ৫৩০ কোটি টাকার নগদ লভ্যাংশের মধ্যে প্রায় ৩২৩ কোটি টাকা যাবে তাঁদের ঝুলিতে। বাকি ২০৭ কোটি টাকা পাবেন সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা।

২০২০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পর ওয়ালটন কখনোই ২০০% এর নিচে লভ্যাংশ দেয়নি। এবার প্রথমবারের মতো তা কমে ১৮৫% (নগদ+বোনাস) হয়েছে। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি ৩৫০% নগদ লভ্যাংশ দিয়েছিল।