বিশ্ববাজারে আরও এক দফা বেড়েছে সোনার দাম। মার্কিন ফেডারেল রিজার্ভ শিগগিরই সুদের হার কমাতে পারে- এমন জোরালো প্রত্যাশার কারণে সোনায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন বিনিয়োগকারীরা। এতেই সোনার দামে নতুন উল্লম্ফন দেখা যাচ্ছে বলে মত বিশেষজ্ঞদের।
সবশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের স্পষ্ট মার্কেটে সোনার দাম আউন্সপ্রতি ৪ হাজার ১৫৪ দশমিক ১৬ মার্কিন ডলারে উঠে গেছে। আর ফিউচার মার্কেটে আউন্সপ্রতি সোনার দাম দেখা গেছে ৪ হাজার ১৮৬ মার্কিন ডলার।
টিডি সিকিউরিটিজের কমোডিটি স্ট্র্যাটেজি প্রধান বার্ট মেলেক বলেন, বাজারে দিন দিন এই বিশ্বাস জন্মাচ্ছে যে, ইউএস ফেডারেল রিজার্ভ ডিসেম্বরে সুদের হার কমানোর পথে রয়েছে। নতুন অর্থনৈতিক ডেটা কিছুটা নিম্নমুখী হতে পারে এবং মুদ্রাস্ফীতিও তেমন বেশি বাড়বে না বলে আশা করা হচ্ছে। এই সামগ্রিক পরিস্থিতি সোনার দামের ঊর্ধ্বগতি বজায় রাখার দিকে ইঙ্গিত করছে।
স্টোনএক্সের বিশ্লেষক রোনা অকনেল জানান, ফেডারেল রিজার্ভের সুদ কমানো নিয়ে চলমান বিতর্ক এবং বিশেষ করে ইউক্রেন ঘিরে পরিবর্তিত ভূ-রাজনৈতিক পরিস্থিতি সোনার দাম আরও কিছুটা বাড়াতে ভূমিকা রাখতে পারে।
তবে, তিনি এটাও মনে করেন, সোনার দাম আগামী ডিসেম্বর নাগাদ চার হাজার থেকে ৪ হাজার ১০০ ডলারের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে।
এদিকে দেশের বাজারে সোনার দাম সবশেষ সোমবার (২৪ নভেম্বর) নতুন করে সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে কার্যকর সেই নতুন দামেই বৃহস্পতিবারও (২৭ নভেম্বর) বিক্রি হচ্ছে সোনা।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, দেশের বাজারে বর্তমানে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনা ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ২১ ক্যারেটে প্রতি ভরি সোনা ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকায় বিক্রি হচ্ছে।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ৮০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে বাড়ানো হয়েছে ৫৪ বার এবং কমানো হয়েছে ২৬ বার। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল; যেখানে ৩৫ বার বাড়ানো হয়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।