ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বিশ্ববাজারে বাড়লো সোনার দাম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

দুই দিনের ধারাবাহিক ঊর্ধ্বগতিতে আন্তর্জাতিক বাজারে সোনার দাম এক সপ্তাহের বেশি সময়ের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কর্মকর্তাদের শান্ত মন্তব্যে ডিসেম্বরেই সুদ কমানোর সম্ভাবনা জোরদার হওয়ায় বাজারে নতুন করে চাঙ্গাভাব দেখা দিয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) স্পট সোনার দাম ০.১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৪১.৪৯ ডলার হয়েছে, যা ১৪ নভেম্বরের পর সর্বোচ্চ। আগের দিনই দাম বেড়েছিল ১.৮ শতাংশ। ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন ফিউচার সোনার দামও ১.১ শতাংখশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৪ হাজার ১৩৯.১০ ডলার।

ওআন্ডার সিনিয়র বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, গত দুই সপ্তাহে সুদ কমানোর প্রত্যাশা দ্রুত বাড়ায় সোনার দাম স্বল্পমেয়াদে ফের শক্তিশালী হয়েছে।

তিনি আরও বলেন, এখন বাজার শ্রমবাজার, খুচরা বিক্রি ও ভোক্তা আস্থার মতো চাহিদা-সম্পর্কিত তথ্যের দিকে বেশি নজর দেবে, ফেডের উদ্বেগ অনুযায়ী চাহিদা কমে যাচ্ছে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।

এর আগে নিউইয়র্ক ফেড প্রেসিডেন্ট জন উইলিয়ামস বলেন, যুক্তরাষ্ট্রে সুদহার ‘খুব শিগগিরই’ কমতে পারে। বাজার-সংক্রান্ত সিএমই ফেডওয়াচ টুল বলছে, ডিসেম্বর মাসে সুদ কাটার সম্ভাবনা এখন ৮১ শতাংশ, যা এক সপ্তাহ আগেও ছিল মাত্র ৪০ শতাংশ।

বিশ্লেষকদের মতে, সুদ কমানোর পরিবেশে সুদবিহীন সোনা সাধারণত বেশি শক্তিশালী থাকে। এদিকে সরকারি শাটডাউনে বিলম্বিত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্য- খুচরা বিক্রি, বেকারত্ব ভাতা আবেদন ও উৎপাদক মূল্যসূচক এই সপ্তাহে প্রকাশের কথা রয়েছে। এসব তথ্য ফেডের নীতি-পথ আরও স্পষ্ট করবে।

ডলার সূচক ছয় মাসের উচ্চতার কাছে স্থিতিশীল থাকায় সোনার ব্যবধান কিছুটা সীমিত হয়েছে। অন্যান্য মূল্যবান ধাতুর বাজারে মঙ্গলবার স্পট সিলভার স্থির থেকে প্রতি আউন্স ৫১.৪৩ ডলার ছিল। প্লাটিনাম ০.৭ শতাংশ বেড়ে ১ হাজার ৫৫৩.৬৫ ডলার, আর প্যালাডিয়াম ০.৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯৯.৯৬ ডলার হয়েছে।

বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৮ হাজার ১৬৭ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৩১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ৬৪৮ টাকা। সূত্র: রয়টার্স

LH/FJ
আরও পড়ুন