ঢাকা
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আজকের বাজারে সোনা ও রুপার দাম

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৭ এএম

 

দেশের বাজারে আবারও সোনার দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ ঘোষণার ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) নতুন দামে সোনা বিক্রি হচ্ছে। সোমবার (২৪ নভেম্বর) রাতে দেওয়া বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, এবার ভরিতে ১ হাজার ৩৫৩ টাকা কমানো হয়েছে সোনার দাম।

সমন্বয় অনুযায়ী সোনার নতুন দাম

  • ২২ ক্যারেট সোনার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম): ২,০৮,১৬৭ টাকা
  • ২১ ক্যারেট প্রতি ভরি: ১,৯৮,৬৯৬ টাকা
  • ১৮ ক্যারেট প্রতি ভরি: ১,৭০,৩১৮ টাকা
  • সনাতন পদ্ধতির প্রতি ভরি: ১,৪১,৬৪৮ টাকা

বাজুস জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬% মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

আগের দাম বাড়ানোর সিদ্ধান্ত

এর আগে, গত ১৯ নভেম্বর বাজুস সোনার দাম বাড়িয়েছিল ভরিতে ২,৬১২ টাকা। তখন ২২ ক্যারেট সোনার ভরি মূল্য দাঁড়ায় ২,০৯,৫২০ টাকা। নতুন ঘোষণা অনুযায়ী সেই দাম কমিয়ে আনা হয়েছে।

দামে ওঠানামার পরিসংখ্যান

চলতি বছর এখন পর্যন্ত ৮০ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস।বাড়ানো হয়েছে: ৫৪ বার,কমানো হয়েছে: ২৬ বার।
২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল ৩৫ বার বাড়ানো ও ২৭ বার কমানো।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম কমলেও রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বর্তমানে বাজারে রুপার দাম—

২২ ক্যারেট প্রতি ভরি: ৪,২৪৬ টাকা

২১ ক্যারেট: ৪,০৪৭ টাকা

১৮ ক্যারেট: ৩,৪৭৬ টাকা

সনাতন পদ্ধতি: ২,৬০১ টাকা।

চলতি বছর রুপার দাম মোট ৯ বার সমন্বয় করা হয়েছে এর মধ্যে ৬ বার বাড়ানো হয়েছে।

SN
আরও পড়ুন