ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১০৩৩৯ কোটি টাকা

সূচকের উত্থানের মধ্য দিয়ে চলতি সপ্তাহে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এতে সপ্তাহ ব্যবধানে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ১০ হাজার ৩৩৯ কোটি টাকা।

পুঁজিবাজারের সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)
সপ্তাহ ব্যবধানে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ১ দশমিক ৫২ শতাংশ বা ১০ হাজার ৩৩৯ কোটি টাকা। চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯২ হাজার ১৩৩ কোটি টাকা। এর আগের সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূলধন ছিল ৬ লাখ ৮১ হাজার ৭৯৪ কোটি টাকা।

চলতি সপ্তাহে বেড়েছে ডিএসইর সব কয়টি সূচকও। প্রধান মূল্যসূচক ডিএসইএক্স বেড়েছে ১৫৯ দশমিক ১৩ পয়েন্ট বা ৩ দশমিক ২৭ শতাংশ। এছাড়া ডিএসই-৩০ সূচক বেড়েছে ৫৬ দশমিক ৩৪ পয়েন্ট বা ৩ দশমিক ০০ শতাংশ। আর ডিএসইএস সূচক বেড়েছে ৩৮ দশমিক ৫৬ পয়েন্ট বা ৩ দশমিক ৭৯ শতাংশ।
 
সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৬২৫ কোটি ৫৭ লাখ টাকা। এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৯৮৭ কোটি ৬৭ লাখ টাকা। এক সপ্তাহে লেনদেন বেড়েছে ৬৩৭ কোটি ৯০ লাখ টাকা।
 
আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন বেড়েছে ১২৭ কোটি ৫৮ লাখ টাকা বা ৩২ দশমিক ০৯ শতাংশ। চলতি সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫২৫ কোটি ১১ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৩৯৭ কোটি ৫৩ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৭৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩৩৫টি কোম্পানির, কমেছে ৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের দাম।
 
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)
এদিকে সপ্তাহ ব্যবধানে দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ২ দশমিক ৮৯ শতাংশ ও ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪০৩৭ দশমিক ২৫ পয়েন্টে ও ৮৬৪২ দশমিক ৩৭ পয়েন্টে।
 
এছাড়া সিএসই-৫০ সূচক ২ দশমিক ০৮ শতাংশ ও সিএসআই সূচক ২ দশমিক ৩৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭৭ দশমিক ৪৯ পয়েন্টে ও ৮৮১ দশমিক ৭২ পয়েন্টে। আর সিএসই-৩০ সূচক বেড়েছে ২ দশমিক ১৩ শতাংশ। সূচকটি অবস্থান করছে ১২৪২৭ দশমিক ৫২ পয়েন্টে।
 
চলতি সপ্তাহজুড়ে সিএসইতে লেনদেন হয়েছে ১১০ কোটি ৯২ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৪৬ কোটি ৭৭ লাখ টাকা। সপ্তাহ ব্যবধানে লেনদেন বেড়েছে ৬৪ কোটি ১৫ লাখ টাকা।
 
সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪৫টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির কোম্পানির শেয়ার দর।