টানা চতুর্থ মাস রপ্তানি আয়ে পতন

নভেম্বরে দেশের রপ্তানি আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৮৯ বিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৫৪ শতাংশ কম। ফলে টানা চতুর্থ মাস রপ্তানি আয় হ্রাসের ধারাবাহিকতা বজায় রইল।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই তথ্য প্রকাশ করেছে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, এবারও রপ্তানি আয়ের শীর্ষে আছে তৈরি পোশাক খাত। এই খাত থেকে নভেম্বরে ৩ দশমিক ১৪ বিলিয়ন ডলার এসেছে।

পাশাপাশি চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, পাট ও পাটজাত পণ্য, হোম টেক্সটাইল, ওষুধ (ফার্মাসিউটিক্যালস), জাহাজ, চিংড়ি পণ্যও রপ্তানিতে অবদান রাখছে।