ভেনিসে ঢুকতে ৫ ইউরো গুনতে হবে পর্যটকদের

খবর সংযোগ ডেস্ক: ইতালির ভেনিস শহরে ঢুকতে হলে পর্যটকদের গুনতে হবে ৫ ইউরো (প্রায় ৬০০ টাকা)। বিশ্বের আর কোনো শহরে ঢুকতে অর্থ গুনতে হয় না। এর মধ্য দিয়ে প্রথম শহর হিসেবে ভেনিসে এমন ব্যবস্থা চালু করা হচ্ছে। সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনিস ভ্রমণে আসবেন কিন্তু এখানে একটি রাতও অবস্থান করবেন না, এমন পর্যটকদের জন্য আসছে বসন্ত থেকে এ ব্যবস্থা চালু হবে।

ভেনিসের মেয়র লুইগি ব্রুগনারো জানিয়েছেন, পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে নগর কর্তৃপক্ষ। প্রথমে ৩০ দিন পর্যটকদের কাছে ফি নেওয়া হবে। এর ওপর ভিত্তি করে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষামূলক এ ব্যবস্থা কোনো এক মাসের জন্য নির্ধারিত থাকবে না। এক বছরের মধ্যে যেকোনো মাসের যেকোনো দিন এ ব্যবস্থা চালু থাকতে পারে। এভাবে বছরজুড়ে ৩০ দিন ফি আদায় করা হবে। সূত্র: সিএনএন।