পর্যটন ভিসা নিয়ে সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের কুয়েত। উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) অঞ্চলের সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং বাহরাইনে বসবাসরত বিদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
রোববার (১০ আগস্ট) সংবাদমাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফের গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি সরকারি গেজেট কুয়েত আল-ইয়োম -এ প্রকাশিত হয়েছে।
গেজেট কুয়েত আল-ইয়োম এ প্রকাশিত ও সঙ্গে সঙ্গে কার্যকর হওয়া ২০২৫ সালের মন্ত্রীপরিষদ সিদ্ধান্ত নং ১৩৮৬ অনুসারে, যোগ্য জিসিসি প্রবাসীরা এখন থেকে কুয়েতের যেকোনো বন্দর দিয়ে প্রবেশের সময় সরাসরি পর্যটক ভিসা নিতে পারবেন।
নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে পর্যটকদের আর দীর্ঘ ভিসা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না। আগমনের সঙ্গে সঙ্গেই ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা পাবেন তারা।
কুয়েতে অবস্থান সহজ করতে ও পর্যটন খাতকে শক্তিশালী করার লক্ষ্যে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) দেশগুলোতে বসবাসরত বিদেশিদের জন্য এই সুবিধা চালু করেছে দেশটি।