ইউরোপ ভ্রমণে সাবধান! গুণতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা

ইউরোপের জনপ্রিয় পর্যটন শহরগুলোতে গ্রীষ্মকালে ভ্রমণ করতে গেলে শুধু পাসপোর্ট নয়, সঙ্গে নিতে হবে বাড়তি সচেতনতা। কারণ-খালি পায়ে হাঁটা, স্যান্ডেল পরে গাড়ি চালানো, সৈকতের বাইরে সাঁতারের পোশাক পরা কিংবা জনসমক্ষে মদ্যপানের মতো ছোট ভুলেও আপনাকে গুণতে হতে পারে কয়েক হাজার ইউরো জরিমানা।

পর্যটকদের জন্য ইউরোপজুড়ে নতুন নিয়ম ও জরিমানা:

  • স্যান্ডেল পরে গাড়ি চালালে: স্পেন, ফ্রান্স, গ্রীস, পর্তুগাল ও ইতালিতে জরিমানা হতে পারে ৩০০ ইউরো পর্যন্ত।
  • সাঁতারের পোশাক সৈকতের বাইরে পরলে: স্পেন, ইতালি, ক্রোয়েশিয়া, ফ্রান্সে ১,৫০০ ইউরো পর্যন্ত জরিমানা।
  • জনসমক্ষে মদ্যপান করলে: ম্যালোর্কা, ইবিজা, ক্যানারি দ্বীপপুঞ্জে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা।
  • সৈকত থেকে খোলস বা নুড়ি নিলে: গ্রীসে ১,০০০ ইউরো জরিমানা।
  • ভেনিসের খালে সাঁতার কাটলে: ৩৫০ ইউরো জরিমানা।
  • ইতালির ঢাল বেয়ে খালি পায়ে উঠলে: ২,৫০০ ইউরো পর্যন্ত জরিমানা।
  • ধূমপান করে সৈকতে আগুন ধরালে: ফ্রান্সে ৯০ ইউরো তাৎক্ষণিক জরিমানা। 

বিমানে বসেই জরিমানা শুরু:

তুরস্কে (আন্তালিয়া) নামার আগেই যদি সিটবেল্ট খুলে ফেলেন বা উঠে দাঁড়ান, তাহলে আপনাকে দিতে হতে পারে ৬২ ইউরো জরিমানা।

কিন্তু কেন এত নিয়ম?

স্থানীয় প্রশাসন বলছে, এইসব নিয়ম সাধারণ পর্যটকদের নয়, অবাধ্য ও দায়িত্বজ্ঞানহীন পর্যটকদের জন্য।

তারা চায় শহরের পরিবেশ, সংস্কৃতি ও স্থানীয় মানুষের স্বস্তি বজায় রাখতে।

স্পেন, পর্তুগাল, ইতালি, ফ্রান্সের মতো পর্যটননির্ভর দেশগুলো বলছে, এটি পর্যটনের বিরুদ্ধে নয়, বরং দায়িত্বশীল ভ্রমণকে উৎসাহিত করার একটি উদ্যোগ।

ইউরোপ ঘুরতে যাওয়ার আগে কী করবেন?

  •  যেকোনো শহরে পৌঁছে সেখানকার স্থানীয় আচরণবিধি ও আইন জেনে নিন,
  • পর্যটন এলাকা বা হোটেলের দেয়া নির্দেশিকা মেনে চলুন,
  •  রাস্তায়, সৈকতে বা গাড়িতে আপনার আচরণে সচেতন থাকুন,
  • মদ্যপান বা পোশাক সংক্রান্ত স্থানীয় সংবেদনশীলতা বুঝে চলুন।

স্মরণ রাখুন, ইউরোপ ভ্রমণ এখন আর শুধু ছবি তোলা বা স্মৃতির খনি নয়, বরং নিয়ম না মানলে হতে পারে বড়সড় আর্থিক ধাক্কার জায়গাও।

ভ্রমণ হোক আনন্দদায়ক। কিন্তু দায়িত্বশীলতার ছায়াতলে। সূত্র: বিবিসি বাংলা