জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাচি দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। এর মধ্য দিয়ে জাপানে আগাম নির্বাচনের পথ উন্মুক্ত হলো। আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় সংসদের নিম্নকক্ষের নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (২৩ জানুয়ারি) স্পিকার আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেওয়ার চিঠি পাঠ করার পরপরই দেশটিতে আগামী ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে।
তাকাচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন মাত্র গত বছরের অক্টোবরে। কিন্তু গত সোমবার তিনি জানান, আগাম নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিতে চান তিনি। তিন মাস ধরে দায়িত্বে থাকলেও দেশটিতে তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ।
সাম্প্রতিক সময়ে জাপানের ক্ষমতাসীনরা সাধারণ মানুষের ব্যাপক সমর্থন হারিয়েছে। নিজের ব্যক্তিগত জনসমর্থন কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তাকাচি সরকারের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করছেন।
তাকাচির দল ও বর্তমান ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং বিরোধী দল জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) মধ্যে সংসদের নিম্নকক্ষে আসনের ব্যবধান খুবই কম। সূত্র: আলজাজিরা