ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় ভয়াবহ ভূমিধসে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৮০ জনেরও বেশি নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৪ জানুয়ারি) দেশটির একজন দুর্যোগ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, ভারী বৃষ্টিপাতের ফলে শুক্রবার (২৩ জানুয়ারি) রাত আড়াইটার দিকে পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে এ ভূমিধস হয়। এতে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আব্দুল মুহারি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ শনিবার ভোরে পশ্চিম জাভা প্রদেশের পশ্চিম বান্দুং রিজেন্সিতে একটি ভূমিধসের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে।
ইন্দোনেশিয়ায় বর্ষাকালে বন্যা ও ভূমিধস সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে, যা অক্টোবর থেকে মার্চ পর্যন্ত স্থায়ী হয়।
গত বছরের শেষ দিকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু অংশে গ্রীষ্মমন্ডলীয় ঝড় ও তীব্র মৌসুমি বৃষ্টিপাতের কারণে ইন্দোনেশিয়ার সুমাত্রার রেইন ফরেস্ট থেকে শ্রীলঙ্কার উচ্চভূমির বৃক্ষরোপণ পর্যন্ত মারাত্মক ভূমিধস ও বন্যা দেখা দেয়।
বিএনপিবি-এর তথ্য অনুযায়ী, সুমাত্রার ওই বন্যায় প্রায় এক হাজার ২০০ জনের মৃত্যু হয় এবং দুই লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হন।
পরিবেশবাদী ও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, অবাধে বন ধ্বংসের কারণে পাহাড়ি এলাকার মাটি নরম হয়ে ভূমিধস ঘটছে। সেইসাথে সমতলে বন্যার তীব্রতা বেড়েছে, যার ফলে কাদামাটির স্রোত জনবসতিতে ঢুকে পড়ছে।
উল্লেখ্য, এই মাসে ইন্দোনেশিয়ার সিয়াউ দ্বীপে প্রবল বৃষ্টিপাতের পর আকস্মিক বন্যায় ১৬ জনের মৃত্যু হয়। সূত্র : বাসস