ইরানের দক্ষিণাঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে একটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার পরিস্থিতির মধ্যেই এই বিস্ফোরণের খবর পাওয়া গেল।
শনিবার (৩১ জানুয়ারি) বন্দর আব্বাসের মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় একটি আটতলা ভবনে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, বিস্ফোরণে ভবনটির দুটি তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ভবনের নিচে থাকা বেশ কিছু যানবাহন ও আশপাশের দোকানপাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জরুরি সেবা সংস্থাগুলো বর্তমানে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
বিস্ফোরণের পরপরই বিভিন্ন টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয় যে, ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ডস কর্পস (আইআরজিসি)-এর নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এবং তিনি নিহত হয়েছেন। তবে এই তথ্যকে পুরোপুরি ‘ভিত্তিহীন ও বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছে তাসনিম নিউজ। তারা জানায়, ইরান-বিরোধী গোষ্ঠীগুলো আতঙ্ক ছড়ানোর জন্য এমন পরিকল্পিত গুজব ছড়াচ্ছে।
বন্দর আব্বাস ইরানের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর এবং দেশটির নৌবাহিনীর প্রধান ঘাঁটি। এটি বিশ্বের অন্যতম প্রধান জলপথ ‘হরমুজ প্রণালী’র তীরে অবস্থিত। সমুদ্রপথে বিশ্বের মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়েই পরিবহন করা হয়। ফলে এই অঞ্চলে যেকোনো ধরণের বিস্ফোরণ বা অস্থিতিশীলতা আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগের সৃষ্টি করে। সূত্র: তাসনিম নিউজ।