কমলগঞ্জে চুরি-ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

কমলগঞ্জ (মৌলভীবাজারপ্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি, চুরি মানবপাচার মামলার আসামি সাহেদ মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার ( সেপ্টেম্বর) রাতে এসআই মহাদেব বাছাড়, এএসআই পরিমল শীলসহ থানার একটি টিম মৌলভীবাজার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি সাহেদ মিয়া কমলগঞ্জ থানার সরইবাড়ী গ্রামের মখলিছ মিয়ার ছেলে।

গ্রেপ্তারকৃত সাহেদ মিয়ার বিরুদ্ধে মানবপাচার গাছ চুরির দুটি মামলায় বিজ্ঞ আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু ছিল। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।