খবরসংযোগ ডেস্ক: নিজের কারনে ফ্লাইট ধরতে না পেরে মহিলা জাল মেটালেন বিমাবন্দরের কর্মীদের উপর। কারো দিকে তিনি লাগেজ ছুড়ে মারেন। আবার কাউকে মারপিটও করেন। এমন এক অদ্ভুদ ঘটনা ঘটেছে মেক্সিকোর একটি বিমান বন্দরে।
সমাজমাধ্যম ‘দ্য ইন্ডিপেনডেন্ট’-এর মতে, ওই মহিলা দেরি করেই বিমানবন্দরে হাজির হন। পৌঁছেই দেখেন নির্দিষ্ট ফ্লাইট গন্তব্যের দিকে ছেড়ে গিয়েছে। আর এ কথা শুনেই উত্তেজিত হয়ে পড়েন ওই মহিলা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক লাফে ‘চেক-ইন’ টেবিলের উপর দিয়ে সেখানে দায়িত্বে থাকা বিমান সংস্থার কর্মীদের কাছে পৌঁছন ওই মহিলা।
এর পর বিমান সংস্থার কর্মীদের লক্ষ্য করে তিনি এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি মারা শুরু করেন। নিজের স্যুটকেসটিও তিনি কর্মীদের দিকে ছুড়ে মারেনন। আশপাশে থাকা অন্য বিমানযাত্রীদের দিকেও টেবিল থেকে জিনিসপত্র নিয়ে ছুড়তে দেখা যায় ওই মহিলাকে।
মহিলার অগ্নিশর্মা রূপ দেখে বিমান সংস্থার কর্মীরা সাহায্যের জন্য নিরাপত্তা রক্ষীদের ডেকে পাঠান। এই ভিডিওটি ১ নভেম্বরের বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। তবে মেক্সিকো থেকে মহিলার গন্তব্য কোথায় ছিল, ভিডিওতে তা স্পষ্ট হয়নি। পাশাপাশি, ওই মহিলার পাসপোর্টের মেয়াদ শেষ হয়েছিল বলেও সংবাদমাধ্যম সূত্রে খবর। সূত্র: ডেইলি মেইল, দ্য ইন্ডিপেনডেন্ট ইউকে।
