ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফরাসি মডেলের ইসলাম গ্রহণ

আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০৬:৩৪ পিএম

খবরসংযোগ ডেস্ক : ফরাসি মডেল ও টিভি তারকা মেরিন এল হিমা সম্প্রতিক সময়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। শনিবার (৫ নভেম্বর) তিনি পবিত্র কাবার পাশে হিজাব পরা একটি ছবি ইনস্ট্রাগ্রামে শেয়ার করে বলেন, আজ সবচেয়ে আনন্দের দিন। এ আনন্দ প্রকাশের কোনো ভাষা নেই।

কয়েক মাস আগে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেও গত সপ্তাহে ওমরাহ পালন করার উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পর তিনি আলোচনায় আসেন।

ইনস্টাগ্রামে কাবার পাশে দাঁড়িয়ে থাকা ছবি পোস্ট করে মেরিন বলেন, এই মুহূর্তে অনুভব করার সুখ এবং আবেগ প্রকাশের কোনো শব্দ নেই। এটি একটি আধ্যাত্মিক যাত্রা। আশা করছি এ আধ্যাত্মিক যাত্রা আমার উন্নতি করবে ও পথ দেখাবে, ইনশাআল্লাহ।

সামাজিক মাধ্যমে হিমারের লাখ লাখ অনুসারী রয়েছে। সেখানে কালেমা শাহাদাত পাঠ করার একটি ভিডিও পোস্ট করে বলেন, কয়েক মাস আগেই তিনি ইসলাম গ্রহণ করেছেন। এই তারকা আরো বলেন, ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি পেশাগত ও ব্যক্তিগত জীবনের পছন্দগুলো পরিবর্তন করতে শুরু করেছেন।

ফরাসি মডেল ও টিভি তারকা মেরিন এল হিমা দ্য প্রিন্সেস অ্যান্ড প্রিন্সেস অফ লাভ নামের একটি জনপ্রিয় রিয়েলিটি শো করতেন। তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দেওয়ার আগেই মরক্কোর নাগরিকত্ব পেয়েছেন। সূত্র: ডেইলি সাবাহ।

আরও পড়ুন