পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সেতুতে বাস উল্টে গিয়ে নদীতে পড়ে ৩১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
জানা গেছে, বাসটি মালিয়ান শহর কেনিয়েবা থেকে প্রতিবেশী বুরকিনা ফাসো যাওয়ার পথে বাগোই নদী পার হওয়ার সময় সেতু থেকে উল্টে যায়।
মালির পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে, কেনিয়েবা থেকে বুরকিনা ফাসোর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস সেতু থেকে ছিটকে পড়ে। সম্ভাব্য কারণ হিসেবে মনে করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। সূত্র: বিবিসি