ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম

ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) ভোরে রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তাগামী একটি বাস মহাসড়কের ইন্টারচেঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। বার্তাসংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো জানান, বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড় ঘোরার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের প্রতিবন্ধকতায় সজোরে ধাক্কা খায় এবং উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

উদ্ধারকর্মীরা দুর্ঘটনাকবলিত বাসটি থেকে মোট ৩৪ জনকে উদ্ধার করেছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য নিকটস্থ সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধার সংস্থার শেয়ার করা ফুটেজে দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করতে দেখা গেছে।

DR/SN
আরও পড়ুন